বিশেষ প্রতিনিধি, ঢাকা

সরকারি গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ–পোশাক বাবদ আগের থেকে বেশি টাকা দেবে সরকার। এসব কর্মচারীর দাপ্তরিক পোশাকের দাম পুনর্নির্ধারণ করে গত রোববার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি গাড়ি চালক ও কারিগরি কর্মচারীদের ২০২১ সালের ২২ এপ্রিল জারিকৃত পরিপত্র অনুযায়ী দাপ্তরিক সাজ–পোশাক দেওয়া হতো। সে হিসাবে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ–পোশাক পেতেন। এখন থেকে পুরুষ গাড়ি চালকেরা ২৯ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক।
অন্যদিকে একজন নারী গাড়ি চালককে দুই বছরের জন্য ২৯ হাজার টাকার সাজ–পোশাক দেওয়া হবে। আগে তাঁরা ১৯ হাজার ১৫০ টাকার সাজ–পোশাক পেতেন।
নতুন পরিপত্র অনুযায়ী, গ্রীষ্মকালে একজন পুরুষ গাড়ি চালককে তিন সেট চকলেট রঙের হাফ সাফারি, দুটি ক্যাপ, দুই জোড়া কালো জুতা, দুই জোড়া কালো স্যান্ডেল, চার জোড়া কালো মোজা, একটি কালো ছাতা এবং নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে চকলেট রঙের এক সেট ফুল সাফারি এবং একটি ভি–গলা ফুল সোয়েটার পাবেন।
অন্যদিকে গ্রীষ্মকালে একজন নারী গাড়ি চালককে চকলেট রঙের হাফ সাফারি বা তিন সেট থ্রি পিস, দুই জোড়া চামড়ার জুতা, দুই জোড়া চামড়ার স্যান্ডেল, চার জোড়া মোজা, একটি লেডিস ছাতা এবং একটি নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে এক সেট ফুল সাফারি বা ফুল হাতা থ্রি পিস এবং একটি কার্ডিগান পাবেন।
এ ছাড়া কারিগরির একেকজন পুরুষ ও নারী কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক পাবেন। আগে কারিগরির পুরুষ কর্মচারীদের ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীদের ২৫ হাজার ৭৫০ টাকার সাজ–পোশাক দেওয়া হতো।

সরকারি গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ–পোশাক বাবদ আগের থেকে বেশি টাকা দেবে সরকার। এসব কর্মচারীর দাপ্তরিক পোশাকের দাম পুনর্নির্ধারণ করে গত রোববার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি গাড়ি চালক ও কারিগরি কর্মচারীদের ২০২১ সালের ২২ এপ্রিল জারিকৃত পরিপত্র অনুযায়ী দাপ্তরিক সাজ–পোশাক দেওয়া হতো। সে হিসাবে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ–পোশাক পেতেন। এখন থেকে পুরুষ গাড়ি চালকেরা ২৯ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক।
অন্যদিকে একজন নারী গাড়ি চালককে দুই বছরের জন্য ২৯ হাজার টাকার সাজ–পোশাক দেওয়া হবে। আগে তাঁরা ১৯ হাজার ১৫০ টাকার সাজ–পোশাক পেতেন।
নতুন পরিপত্র অনুযায়ী, গ্রীষ্মকালে একজন পুরুষ গাড়ি চালককে তিন সেট চকলেট রঙের হাফ সাফারি, দুটি ক্যাপ, দুই জোড়া কালো জুতা, দুই জোড়া কালো স্যান্ডেল, চার জোড়া কালো মোজা, একটি কালো ছাতা এবং নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে চকলেট রঙের এক সেট ফুল সাফারি এবং একটি ভি–গলা ফুল সোয়েটার পাবেন।
অন্যদিকে গ্রীষ্মকালে একজন নারী গাড়ি চালককে চকলেট রঙের হাফ সাফারি বা তিন সেট থ্রি পিস, দুই জোড়া চামড়ার জুতা, দুই জোড়া চামড়ার স্যান্ডেল, চার জোড়া মোজা, একটি লেডিস ছাতা এবং একটি নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে এক সেট ফুল সাফারি বা ফুল হাতা থ্রি পিস এবং একটি কার্ডিগান পাবেন।
এ ছাড়া কারিগরির একেকজন পুরুষ ও নারী কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক পাবেন। আগে কারিগরির পুরুষ কর্মচারীদের ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীদের ২৫ হাজার ৭৫০ টাকার সাজ–পোশাক দেওয়া হতো।

যানবাহন সংকট ও মনোবলের ঘাটতি নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নামছে পুলিশ। সূত্র বলেছে, গত অর্থবছরে পুলিশ বাহিনীর জন্য চার শতাধিক যানবাহন কেনা হলেও এখনো বিভিন্ন ধরনের ৬ হাজারের বেশি যানবাহন, নৌযান এবং অন্যান্য লজিস্টিক ঘাটতি রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর হারানো মনোবল এখনো পুরোপুরি ফিরে পায়
৭ ঘণ্টা আগে
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার বিস্তারিত চিত্র তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। ৩ হাজার ২৭২ পৃষ্ঠার এই শ্বেতপত্র আজ সোমবার (৫ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
৯ ঘণ্টা আগে
ভিডিপিকে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক
১০ ঘণ্টা আগে
বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের হত্যার পর ঢাকার বাইরে দাফন করা হতো। রাজধানীর পাশের জেলা মুন্সিগঞ্জে এ রকম কবরস্থানের সন্ধান পেয়েছে গুমসংক্রান্ত কমিশন। ওই লাশের মাথায় গুলি ও দুই হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে গুম করে দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া হতো। হত্যার পর
১০ ঘণ্টা আগে