
রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, এত কঠোর পরিশ্রমের পরও একটা ক্ষুদ্র অংশ তাঁর বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।
জয় বিবিসিকে বলেছেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না।’ তিনি আরও বলেছেন, ‘এত কঠোর পরিশ্রমের পরও একটা ক্ষুদ্র অংশ তাঁর (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।’
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারের সঙ্গে কথা বলার সময় সজীব ওয়াজেদ জয় জানান, তাঁর মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জয় তাঁর সরকারি উপদেষ্টা ছিলেন।
জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’
বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে, এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, ‘আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?’
উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক শ মানুষ মারা গেছেন। যাঁদের অধিকাংশই বিক্ষোভকারী।

রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, এত কঠোর পরিশ্রমের পরও একটা ক্ষুদ্র অংশ তাঁর বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।
জয় বিবিসিকে বলেছেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না।’ তিনি আরও বলেছেন, ‘এত কঠোর পরিশ্রমের পরও একটা ক্ষুদ্র অংশ তাঁর (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।’
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারের সঙ্গে কথা বলার সময় সজীব ওয়াজেদ জয় জানান, তাঁর মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জয় তাঁর সরকারি উপদেষ্টা ছিলেন।
জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’
বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে, এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, ‘আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?’
উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক শ মানুষ মারা গেছেন। যাঁদের অধিকাংশই বিক্ষোভকারী।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
২ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১১ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১২ ঘণ্টা আগে