Ajker Patrika

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার ওপর জোর দিলেন সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএমটিএফের বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে অংশগ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএমটিএফের বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে অংশগ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান ও বিএমটিএফ লিমিটেডের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা খাতে দেশকে স্বনির্ভর করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএমটিএফের বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে অংশগ্রহণ শেষে সেনাপ্রধান প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তাকে বিএমটিএফের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অবদান ও প্রতিরক্ষা খাতে ভূমিকা সম্পর্কে অবহিত করেন বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর।

সেনাপ্রধান বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রতিরক্ষা ও শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি উচ্চমান বজায় রাখতে হবে। তিনি বিএমটিএফের প্রচেষ্টাকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বিএমটিএফ লিমিটেড পরিচালিত আর্মি ফার্মা লিমিটেডের কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। প্রতিষ্ঠানটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী দামে মানসম্পন্ন ওষুধ ও প্রসাধনী উৎপাদন করছে।

পরিদর্শনকালে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত