নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চতুর্থ দফায় চীন থেকে আসছে ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এর মধ্যে ১০ লাখ টিকা পৌঁছে গেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুল হক বলেন, আজ চীন থেকে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টার দিকে ঢাকায় পৌঁছেছে। বাকি ২০ লাখ ডোজ রাত ১টা ও ৩টায় আসার কথা রয়েছে।
চীনা সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকা তিন মাসের মধ্যে দেশে আসার কথা। গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। ১৭ জুলাই এসেছে ২০ লাখ ডোজ। এ ছাড়া দুই দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।
২৪ জুলাই কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ টি ডোজ ঢাকায় পৌছায়। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রথম ধাপে প্রায় আড়াই লাখ ডোজ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, কেনা ও বিভিন্ন মাধ্যমে উপহার মিলে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে চীনের ৫১ লাখ ছাড়াও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে চলতি মডার্নার ৫৫ লাখ, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ। এ ছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ডের টিকা এসেছে ১ কোটি ৩ লাখ।
আগামী বছরের শুরুর দিকের মধ্যে ২১ কোটি টিকা পাওয়ার আশা করছে সরকার। তারই অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকা পাওয়ার নিশ্চয়তায় আগামী মাসে ১ কোটি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী দৈনিক গড়ে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষকে টিকা দিতে হবে।

চতুর্থ দফায় চীন থেকে আসছে ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এর মধ্যে ১০ লাখ টিকা পৌঁছে গেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুল হক বলেন, আজ চীন থেকে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টার দিকে ঢাকায় পৌঁছেছে। বাকি ২০ লাখ ডোজ রাত ১টা ও ৩টায় আসার কথা রয়েছে।
চীনা সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকা তিন মাসের মধ্যে দেশে আসার কথা। গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। ১৭ জুলাই এসেছে ২০ লাখ ডোজ। এ ছাড়া দুই দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।
২৪ জুলাই কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ টি ডোজ ঢাকায় পৌছায়। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। প্রথম ধাপে প্রায় আড়াই লাখ ডোজ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, কেনা ও বিভিন্ন মাধ্যমে উপহার মিলে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে চীনের ৫১ লাখ ছাড়াও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে চলতি মডার্নার ৫৫ লাখ, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ। এ ছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ডের টিকা এসেছে ১ কোটি ৩ লাখ।
আগামী বছরের শুরুর দিকের মধ্যে ২১ কোটি টিকা পাওয়ার আশা করছে সরকার। তারই অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকা পাওয়ার নিশ্চয়তায় আগামী মাসে ১ কোটি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী দৈনিক গড়ে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষকে টিকা দিতে হবে।

পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুদিন পর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বে সিটি অ্যাপারেলস, ইয়েলো অ্যাপারেলস, পিংক মেকার ও অ্যাপোলো অ্যাপারেলস নামে চারটি কথিত গ্রাহক প্রতিষ্ঠান ঋণের নামে প্রায় ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৯৪১ টাকা আত্মসাৎ করেছে। মূলত সালমান এফ রহমান তাঁর ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসির...
৩ ঘণ্টা আগে
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৯ ঘণ্টা আগে