আজকের পত্রিকা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। এই প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়সীমায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই ডিজিটাল নিবন্ধনপ্রক্রিয়ায় পুরুষ ভোটারদের আধিক্য লক্ষ করা গেছে। আবেদনকারীদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ এবং ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী ভোটার রয়েছেন।
বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছিলেন। প্রাপ্ত তথ্যমতে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপরই রয়েছে মালয়েশিয়া (৮৪,২৯২ জন), কাতার (৭৬,১৩৯ জন) এবং ওমান (৫৬,২০৭ জন)। এ ছাড়া বিশ্বের মোট ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
কেবল প্রবাসী নয়, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য রাখা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতেও ব্যাপক সাড়া মিলেছে। এই বিভাগে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন।
জেলাভিত্তিক নিবন্ধনের দৌড়ে ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। এরপরেই অবস্থান করছে রাজধানী ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। অন্যদিকে সংসদীয় আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন (১৬,০৯৩ জন) এবং চট্টগ্রাম-১৫ আসন (১৪,৩০১ জন) তালিকার ওপরের দিকে রয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি বলেন, ‘আমরা ভোটারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। যাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাঁরা ১০ জানুয়ারির মধ্যে তা হাতে পাবেন।’
নির্বাচন কমিশন থেকে ভোটারদের সতর্ক করে বলা হয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের একান্ত দায়িত্ব। যদি কেউ ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বা অন্য কোনোভাবে গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হতে পারে। এ ছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাঁদের সঠিক ঠিকানা প্রদানের জন্য পুনরায় বার্তা পাঠানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। এই প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়সীমায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই ডিজিটাল নিবন্ধনপ্রক্রিয়ায় পুরুষ ভোটারদের আধিক্য লক্ষ করা গেছে। আবেদনকারীদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ এবং ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী ভোটার রয়েছেন।
বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছিলেন। প্রাপ্ত তথ্যমতে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপরই রয়েছে মালয়েশিয়া (৮৪,২৯২ জন), কাতার (৭৬,১৩৯ জন) এবং ওমান (৫৬,২০৭ জন)। এ ছাড়া বিশ্বের মোট ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
কেবল প্রবাসী নয়, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য রাখা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতেও ব্যাপক সাড়া মিলেছে। এই বিভাগে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন।
জেলাভিত্তিক নিবন্ধনের দৌড়ে ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। এরপরেই অবস্থান করছে রাজধানী ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। অন্যদিকে সংসদীয় আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন (১৬,০৯৩ জন) এবং চট্টগ্রাম-১৫ আসন (১৪,৩০১ জন) তালিকার ওপরের দিকে রয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি বলেন, ‘আমরা ভোটারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। যাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাঁরা ১০ জানুয়ারির মধ্যে তা হাতে পাবেন।’
নির্বাচন কমিশন থেকে ভোটারদের সতর্ক করে বলা হয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের একান্ত দায়িত্ব। যদি কেউ ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বা অন্য কোনোভাবে গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হতে পারে। এ ছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাঁদের সঠিক ঠিকানা প্রদানের জন্য পুনরায় বার্তা পাঠানো হয়েছে।

পাকিস্তানের আকাশসীমায় সিলেট থেকে লন্ডনগামী বিমানের ফ্লাইটে যাত্রী অসুস্থ হলেও সেখানে জরুরি অবতরণ করেননি পাইলট। প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় ফিরে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। গত ৩১ ডিসেম্বরের এ ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ওই ফ্লাইটের পাইলট।
২১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বি
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে আবার লাইনে এনে চালু করা। রাজধানীর আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে আজ বুধবার ৮১টি সংস্থার মোর্চা ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি: এএফইডি’র একটি প্রকল্পের উদ্বোধনী অ
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করে। গত ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
২ ঘণ্টা আগে