Ajker Patrika

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২: ৪৩
পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। এই প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ডসংখ্যক ভোটার ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়সীমায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই ডিজিটাল নিবন্ধনপ্রক্রিয়ায় পুরুষ ভোটারদের আধিক্য লক্ষ করা গেছে। আবেদনকারীদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ এবং ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী ভোটার রয়েছেন।

বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছিলেন। প্রাপ্ত তথ্যমতে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপরই রয়েছে মালয়েশিয়া (৮৪,২৯২ জন), কাতার (৭৬,১৩৯ জন) এবং ওমান (৫৬,২০৭ জন)। এ ছাড়া বিশ্বের মোট ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

কেবল প্রবাসী নয়, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য রাখা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতেও ব্যাপক সাড়া মিলেছে। এই বিভাগে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন।

জেলাভিত্তিক নিবন্ধনের দৌড়ে ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। এরপরেই অবস্থান করছে রাজধানী ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। অন্যদিকে সংসদীয় আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন (১৬,০৯৩ জন) এবং চট্টগ্রাম-১৫ আসন (১৪,৩০১ জন) তালিকার ওপরের দিকে রয়েছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি বলেন, ‘আমরা ভোটারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। যাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাঁরা ১০ জানুয়ারির মধ্যে তা হাতে পাবেন।’

নির্বাচন কমিশন থেকে ভোটারদের সতর্ক করে বলা হয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের একান্ত দায়িত্ব। যদি কেউ ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বা অন্য কোনোভাবে গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হতে পারে। এ ছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাঁদের সঠিক ঠিকানা প্রদানের জন্য পুনরায় বার্তা পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত