নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ও বিআইপির সভাপতি ড. আদিল মুহাম্মদ খান।
সভাপতিত্বের সময় তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের মতো করে বিক্ষিপ্তভাবে উন্নয়ন পরিকল্পনা তৈরি করছে। এইভাবে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রতিবছর নষ্ট হচ্ছে কৃষিজমি। এর জন্য কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে।’
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ভূমি-জনসংখ্যার অনুপাত পার্শ্ববর্তী অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে এই হার অনেক বেশি। যেমন চীন প্রতি হেক্টরে ১ দশমিক ৪৮, জাপান ৩ দশমিক ২৬, মালয়েশিয়া ১ দশমিক ০৫, সৌদি আরব ০ দশমিক ১৬, থাইল্যান্ড ১ দশমিক ৪০, শ্রীলঙ্কা ৩ দশমিক ৩২ ও বাংলাদেশে ১১ দশমিক ৮ জন। যার ফলে বাংলাদেশের জন্য জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগের জরুরি প্রয়োজন। অর্থনৈতিক অবকাঠামো কাজে লাগানোর জন্য স্থানিক পরিকল্পনার বিকল্প নেই।’
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘পরিবেশ রক্ষায় শুধু আইন-নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে পরিবেশবান্ধব হতে হবে।’
রিজওয়ানা হাসান আরও বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রকৃত পাহাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু শ্রমিকদের দায়ী করা যথাযথ নয়।
এবারের সম্মেলনে সব মিলিয়ে ৬০টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশি-বিদেশি পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ ১৫টি দেশের ৩৫ জন বিদেশি ডেলিগেট অংশগ্রহণ করবেন এই সম্মেলনে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ মানব বসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ও বিআইপির সভাপতি ড. আদিল মুহাম্মদ খান।
সভাপতিত্বের সময় তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের মতো করে বিক্ষিপ্তভাবে উন্নয়ন পরিকল্পনা তৈরি করছে। এইভাবে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রতিবছর নষ্ট হচ্ছে কৃষিজমি। এর জন্য কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে।’
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ভূমি-জনসংখ্যার অনুপাত পার্শ্ববর্তী অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে এই হার অনেক বেশি। যেমন চীন প্রতি হেক্টরে ১ দশমিক ৪৮, জাপান ৩ দশমিক ২৬, মালয়েশিয়া ১ দশমিক ০৫, সৌদি আরব ০ দশমিক ১৬, থাইল্যান্ড ১ দশমিক ৪০, শ্রীলঙ্কা ৩ দশমিক ৩২ ও বাংলাদেশে ১১ দশমিক ৮ জন। যার ফলে বাংলাদেশের জন্য জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগের জরুরি প্রয়োজন। অর্থনৈতিক অবকাঠামো কাজে লাগানোর জন্য স্থানিক পরিকল্পনার বিকল্প নেই।’
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘পরিবেশ রক্ষায় শুধু আইন-নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে পরিবেশবান্ধব হতে হবে।’
রিজওয়ানা হাসান আরও বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রকৃত পাহাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু শ্রমিকদের দায়ী করা যথাযথ নয়।
এবারের সম্মেলনে সব মিলিয়ে ৬০টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশি-বিদেশি পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ ১৫টি দেশের ৩৫ জন বিদেশি ডেলিগেট অংশগ্রহণ করবেন এই সম্মেলনে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ মানব বসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ অনেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
৩ ঘণ্টা আগে