নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে নির্বাচন কমিশনকে ২০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউএন উইমেন ও ইউনেসকোর যৌথ উদ্যোগে গৃহীত ব্যালট প্রকল্পে এই প্রথম কোনো দেশে আর্থিক সহায়তা দিচ্ছে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির কর্মকর্তা ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব, অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুযান ভাইজ, ইউএন উইমেনের উপপ্রতিনিধি নবনীতা সিনহা উপস্থিত ছিলেন।
চুক্তি সইয়ের সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালট প্রকল্প আমাদের নির্বাচনব্যবস্থা শক্তিশালী করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও দলমত-নির্বিশেষে সবার জন্য ভরসাযোগ্য একটি নির্বাচন আয়োজনে সহায়তা করবে।’
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি বলেন, ‘বাংলাদেশ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগকে স্বাগত জানাই। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে।
‘জাতিসংঘ, ইউএনডিপি, ইউনেসকো ও ইউএন উইমেনের সঙ্গে অংশীদারত্বে প্রকল্পটি স্বচ্ছতা, বৃহত্তর অংশগ্রহণ ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমর্থন করবে। বাংলাদেশের ইতিহাসে ছোট এই ভূমিকা পালন করতে পেরে আমরা আনন্দিত।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, এই চুক্তি বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করার জন্য জাতিসংঘের দৃঢ় ও চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সবার আগে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্টেফান লিলার বলেন, ‘আমরা অন্য উন্নয়ন অংশীদারদের সঙ্গেও আলোচনা করছি। আমরা আশা করি, অন্যরাও বাংলাদেশের নির্বাচন কমিশনকে সমর্থন করার জন্য এগিয়ে আসবে, যাতে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করা যায়।’
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা ইসি গঠনের পর থেকেই ইউএনডিপির সহায়তা চেয়ে আসছি। তারা প্রথম থেকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন। ব্যালট প্রকল্পে মোট ১৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।’
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহায়তায় ১৮ দশমিক ৫৩ মার্কিন ডলার ব্যালট প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি চলবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে নির্বাচন কমিশনকে ২০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউএন উইমেন ও ইউনেসকোর যৌথ উদ্যোগে গৃহীত ব্যালট প্রকল্পে এই প্রথম কোনো দেশে আর্থিক সহায়তা দিচ্ছে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির কর্মকর্তা ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব, অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুযান ভাইজ, ইউএন উইমেনের উপপ্রতিনিধি নবনীতা সিনহা উপস্থিত ছিলেন।
চুক্তি সইয়ের সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালট প্রকল্প আমাদের নির্বাচনব্যবস্থা শক্তিশালী করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও দলমত-নির্বিশেষে সবার জন্য ভরসাযোগ্য একটি নির্বাচন আয়োজনে সহায়তা করবে।’
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি বলেন, ‘বাংলাদেশ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগকে স্বাগত জানাই। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে।
‘জাতিসংঘ, ইউএনডিপি, ইউনেসকো ও ইউএন উইমেনের সঙ্গে অংশীদারত্বে প্রকল্পটি স্বচ্ছতা, বৃহত্তর অংশগ্রহণ ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমর্থন করবে। বাংলাদেশের ইতিহাসে ছোট এই ভূমিকা পালন করতে পেরে আমরা আনন্দিত।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, এই চুক্তি বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করার জন্য জাতিসংঘের দৃঢ় ও চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সবার আগে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্টেফান লিলার বলেন, ‘আমরা অন্য উন্নয়ন অংশীদারদের সঙ্গেও আলোচনা করছি। আমরা আশা করি, অন্যরাও বাংলাদেশের নির্বাচন কমিশনকে সমর্থন করার জন্য এগিয়ে আসবে, যাতে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করা যায়।’
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা ইসি গঠনের পর থেকেই ইউএনডিপির সহায়তা চেয়ে আসছি। তারা প্রথম থেকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন। ব্যালট প্রকল্পে মোট ১৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।’
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহায়তায় ১৮ দশমিক ৫৩ মার্কিন ডলার ব্যালট প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি চলবে।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৯ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১০ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১২ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১২ ঘণ্টা আগে