কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কোভিড টিকা কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ভাবে ৪৮ হাজার রোহিঙ্গা টিকা পাবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিয়ানমার থেকে আগত নাগরিকদের জন্য টিকা দান কর্মসূচিতে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এই কর্মসূচিতে ৩৪টি ক্যাম্পে রেড ক্রিসেন্টের প্রায় ১০০ প্রশিক্ষিত কর্মী ও স্বেচ্ছাসেবক ইউএনএইচসিআর ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে এক যোগে কাজ করছেন।
প্রাথমিক ভাবে পঞ্চান্ন ও তদূর্ধ্ব বয়সী ৪৮ হাজার ক্যাম্পবাসী এই কর্মসূচির আওতায় আসবেন। অতিরিক্ত ঘনবসতির কারণে বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী প্রায় ৯ লাখ মানুষ সংক্রমণের বড় ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সীমিত স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির স্বল্পতাসহ অনেকেরই আগে থেকেই স্বাস্থ্য জটিলতা রয়েছে। ২০১৭ সালের আগস্টে নতুন করে আসা অতিরিক্ত মানুষ করোনার সংক্রমণের আগে থেকেই কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এখন সেটি আরও জটিল আকার ধারণ করছে।
কক্সবাজারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন প্রায় ২০০ জন। এই জেলায় সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ। ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত ২ হাজার ৫০০–এর অধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ২৫ জন। আর বাংলাদেশে এখন পর্যন্ত ৩ শতাংশের কম মানুষ পূর্ণ ডোজ টিকা পেয়েছে।
বিডিআরসিএসের পরিচালন বিভাগের প্রধান এমএ হালিম এ প্রসঙ্গে বলেন, এই মহামারি বন্যা, ভূমিধস এবং আগুনসহ বহুমাত্রিক সংকটে জর্জরিত ক্যাম্পের বাসিন্দাদের জীবনকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্টের লক্ষাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক সরকারের টিকা দান কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ও ক্যাম্পগুলোতেও আমাদের সহকর্মী ও স্বেচ্ছাসেবকেরা টিকা কার্যক্রমে সহায়তা করছে।

আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কোভিড টিকা কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ভাবে ৪৮ হাজার রোহিঙ্গা টিকা পাবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিয়ানমার থেকে আগত নাগরিকদের জন্য টিকা দান কর্মসূচিতে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এই কর্মসূচিতে ৩৪টি ক্যাম্পে রেড ক্রিসেন্টের প্রায় ১০০ প্রশিক্ষিত কর্মী ও স্বেচ্ছাসেবক ইউএনএইচসিআর ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে এক যোগে কাজ করছেন।
প্রাথমিক ভাবে পঞ্চান্ন ও তদূর্ধ্ব বয়সী ৪৮ হাজার ক্যাম্পবাসী এই কর্মসূচির আওতায় আসবেন। অতিরিক্ত ঘনবসতির কারণে বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী প্রায় ৯ লাখ মানুষ সংক্রমণের বড় ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সীমিত স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির স্বল্পতাসহ অনেকেরই আগে থেকেই স্বাস্থ্য জটিলতা রয়েছে। ২০১৭ সালের আগস্টে নতুন করে আসা অতিরিক্ত মানুষ করোনার সংক্রমণের আগে থেকেই কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এখন সেটি আরও জটিল আকার ধারণ করছে।
কক্সবাজারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন প্রায় ২০০ জন। এই জেলায় সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ। ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত ২ হাজার ৫০০–এর অধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ২৫ জন। আর বাংলাদেশে এখন পর্যন্ত ৩ শতাংশের কম মানুষ পূর্ণ ডোজ টিকা পেয়েছে।
বিডিআরসিএসের পরিচালন বিভাগের প্রধান এমএ হালিম এ প্রসঙ্গে বলেন, এই মহামারি বন্যা, ভূমিধস এবং আগুনসহ বহুমাত্রিক সংকটে জর্জরিত ক্যাম্পের বাসিন্দাদের জীবনকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্টের লক্ষাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক সরকারের টিকা দান কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ও ক্যাম্পগুলোতেও আমাদের সহকর্মী ও স্বেচ্ছাসেবকেরা টিকা কার্যক্রমে সহায়তা করছে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে