নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠেছিল। তবে ইসির এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ এপ্রিল। এদিন জাতীয় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভার আয়োজন করা হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের সভা এত দিন অনুষ্ঠিত না হলেও আগামী ৫ এপ্রিল প্রথম বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে বিদায় নেওয়া নূরুল হুদা কমিশন তাদের মেয়াদে ৯২টি সভায় বসে। বর্তমান কমিশনের এই প্রথম সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির একটি সূত্র।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ৬ এপ্রিল বুধবার ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ওই দিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি।
ইসি সূত্র জানায়, আজকালের মধ্যে সম্পাদকদের আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হচ্ছে।
এর আগে, ২০১৭ সালে কে এম নূরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিলেন। সে বছর ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নূরুল হুদা কমিশন ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসেছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে সংলাপ শুরু করে।

নির্বাচন কমিশন গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠেছিল। তবে ইসির এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ এপ্রিল। এদিন জাতীয় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভার আয়োজন করা হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের সভা এত দিন অনুষ্ঠিত না হলেও আগামী ৫ এপ্রিল প্রথম বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে বিদায় নেওয়া নূরুল হুদা কমিশন তাদের মেয়াদে ৯২টি সভায় বসে। বর্তমান কমিশনের এই প্রথম সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির একটি সূত্র।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ৬ এপ্রিল বুধবার ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ওই দিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি।
ইসি সূত্র জানায়, আজকালের মধ্যে সম্পাদকদের আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হচ্ছে।
এর আগে, ২০১৭ সালে কে এম নূরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিলেন। সে বছর ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নূরুল হুদা কমিশন ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসেছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে সংলাপ শুরু করে।

২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচন কমিশনপ্রধানদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে...
৮ ঘণ্টা আগে