বাসস, ঢাকা

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
প্রশাসক নিয়োগ অবৈধ প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
এ রায়ের ফলে পূর্বের নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন বলে জানান হাবের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও অপর কয়েকটি এজেন্সির মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব এ প্রশাসক নিয়োগ করে। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।
তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হাব। সে রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আক্তার উজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। এরই মধ্যে সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ এজেন্সি। সে আবেদনের শুনানি নিয়ে হাবের সাধারণ সভা স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার আদালত। একপর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ প্রশাসক নিয়োগে হাইকোর্টের “স্ট্যাটাসকো’র আদেশটি স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
প্রশাসক নিয়োগ অবৈধ প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
এ রায়ের ফলে পূর্বের নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন বলে জানান হাবের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও অপর কয়েকটি এজেন্সির মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব এ প্রশাসক নিয়োগ করে। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।
তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হাব। সে রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আক্তার উজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। এরই মধ্যে সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ এজেন্সি। সে আবেদনের শুনানি নিয়ে হাবের সাধারণ সভা স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার আদালত। একপর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ প্রশাসক নিয়োগে হাইকোর্টের “স্ট্যাটাসকো’র আদেশটি স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেন।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে