নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসে কারা হেফাজতে একজন নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারি মাসে কারা হেফাজতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে’ এমন তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
এমএসএফের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ফেব্রুয়ারিতে কারা হেফাজতে মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয়জন, কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে এক, যশোর কেন্দ্রীয় কারাগারে এক, সিলেট কেন্দ্রীয় কারাগারে এক, গাজীপুর জেলা কারাগারে এক, নওগাঁ জেলা কারাগারে এক, রাজবাড়ী জেলা কারাগারে এক নারী, খুলনা জেলা কারাগারে এক ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।
এমএসএফ মনে করে, কারা অভ্যন্তরে চিকিৎসাব্যবস্থার উন্নতির পাশাপাশি, বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
এ ছাড়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে ১৭ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। ২৫ ফেব্রুয়ারি যশোর শহরতলির পুলেরহাট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রে বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আল হাসান জানান, ওই কিশোরের পায়ের দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে বলা যাবে না।
যশোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আবুবক্কার সিদ্দিকী বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিকেলে পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতা শেষে সুযোগ বুঝে ওই কিশোর পালানোর চেষ্টা করে।
এমএসএফ মনে করে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মতো নিরাপত্তা বেষ্টনী একটি সংশোধনী কেন্দ্র থেকে কীভাবে একটি কিশোর পালিয়ে যেতে চায় তার একটি নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন।

এক মাসে কারা হেফাজতে একজন নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারি মাসে কারা হেফাজতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে’ এমন তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
এমএসএফের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ফেব্রুয়ারিতে কারা হেফাজতে মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয়জন, কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে এক, যশোর কেন্দ্রীয় কারাগারে এক, সিলেট কেন্দ্রীয় কারাগারে এক, গাজীপুর জেলা কারাগারে এক, নওগাঁ জেলা কারাগারে এক, রাজবাড়ী জেলা কারাগারে এক নারী, খুলনা জেলা কারাগারে এক ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।
এমএসএফ মনে করে, কারা অভ্যন্তরে চিকিৎসাব্যবস্থার উন্নতির পাশাপাশি, বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
এ ছাড়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে ১৭ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। ২৫ ফেব্রুয়ারি যশোর শহরতলির পুলেরহাট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রে বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আল হাসান জানান, ওই কিশোরের পায়ের দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে বলা যাবে না।
যশোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আবুবক্কার সিদ্দিকী বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিকেলে পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতা শেষে সুযোগ বুঝে ওই কিশোর পালানোর চেষ্টা করে।
এমএসএফ মনে করে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মতো নিরাপত্তা বেষ্টনী একটি সংশোধনী কেন্দ্র থেকে কীভাবে একটি কিশোর পালিয়ে যেতে চায় তার একটি নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে