নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে পেঁয়াজ উৎপাদন হলেও নির্ভর করতে হয় আমদানির ওপর। যে কারণে প্রায়ই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ে। আমদানি নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চার বছর মেয়াদি (২০২০ থেকে ২০২৪) কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ এর সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, অনাবাদি জমিতে পেঁয়াজ চাষ বৃদ্ধির করে আবাদি এলাকা বাড়ানো ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করে মোট উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৮ লাখ হেক্টর জমিতে। এ ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়। এদিকে ২০১৯-২০ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় ২৫ দশমিক ৬১ লাখ মেট্রিক টন এবং ২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৬২ লাখ মেট্রিক টন উৎপাদন হয়।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সরকার কয়েক দফা সারের দাম কমিয়েছি। বর্তমানে টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা এবং এমওপি সার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সারে ভর্তুকির পাশাপাশি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বাবদ রিবেট, কৃষি যন্ত্রপাতি ও ইক্ষু চাষে ভর্তুকি দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়েছে। এতে প্রকৃত কৃষক লাভবান হচ্ছে।
মন্ত্রী জানান, নিরাপদ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক কীটনাশককে নিরুৎসাহিত করার পাশাপাশি জুডিশিয়ারি প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার। রাসায়নিক কীটনাশকের বিপরীতে জৈব বালাইনাশক জনপ্রিয়করণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি যন্ত্রপাতি জনপ্রিয় ও ব্যবহারের জন্য হাওর এবং উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং সমতল এলাকার জন্য ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার।

দেশে পেঁয়াজ উৎপাদন হলেও নির্ভর করতে হয় আমদানির ওপর। যে কারণে প্রায়ই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ে। আমদানি নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চার বছর মেয়াদি (২০২০ থেকে ২০২৪) কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ এর সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, অনাবাদি জমিতে পেঁয়াজ চাষ বৃদ্ধির করে আবাদি এলাকা বাড়ানো ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করে মোট উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৮ লাখ হেক্টর জমিতে। এ ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়। এদিকে ২০১৯-২০ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় ২৫ দশমিক ৬১ লাখ মেট্রিক টন এবং ২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৬২ লাখ মেট্রিক টন উৎপাদন হয়।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সরকার কয়েক দফা সারের দাম কমিয়েছি। বর্তমানে টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা এবং এমওপি সার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সারে ভর্তুকির পাশাপাশি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বাবদ রিবেট, কৃষি যন্ত্রপাতি ও ইক্ষু চাষে ভর্তুকি দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়েছে। এতে প্রকৃত কৃষক লাভবান হচ্ছে।
মন্ত্রী জানান, নিরাপদ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক কীটনাশককে নিরুৎসাহিত করার পাশাপাশি জুডিশিয়ারি প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার। রাসায়নিক কীটনাশকের বিপরীতে জৈব বালাইনাশক জনপ্রিয়করণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি যন্ত্রপাতি জনপ্রিয় ও ব্যবহারের জন্য হাওর এবং উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং সমতল এলাকার জন্য ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৫ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগে