ঢাবি প্রতিনিধি

গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ঢাকা সফরে আসা সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে জানানো হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টার আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ ইরা ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সাংবাদিকেরা তা তাঁর কাছে জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি স্টাডি করছে বাংলাদেশ। গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলোর র্যাবের কনসেপ্ট দেয়। তৎকালীন সরকারকে তারা (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য) র্যাবের জন্য ইকুইপমেন্ট দেয়। সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। পারফরম্যান্সের জন্য দেশের জনগণ তাদের চায়৷
‘আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এই জিনিসগুলো ওভারকাম করব। র্যাবের বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয় মন্তব্য করে মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সব সময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। সত্তরের নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, ব্যালটের মাধ্যমে এসেছে। ব্যালট যাতে স্বচ্ছ হয়, সে জন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাইর থেকে দেখা যায় ৷ আমরা নকল ভোটার এড়ানোর জন্য আইডি করেছি।’
‘স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানই সরকারের মৌলিক উদ্দেশ বলে দাবি করেন আওয়ামী লীগ সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ঢাকা সফরে আসা সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে জানানো হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টার আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ ইরা ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সাংবাদিকেরা তা তাঁর কাছে জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি স্টাডি করছে বাংলাদেশ। গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলোর র্যাবের কনসেপ্ট দেয়। তৎকালীন সরকারকে তারা (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য) র্যাবের জন্য ইকুইপমেন্ট দেয়। সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। পারফরম্যান্সের জন্য দেশের জনগণ তাদের চায়৷
‘আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এই জিনিসগুলো ওভারকাম করব। র্যাবের বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয় মন্তব্য করে মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সব সময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। সত্তরের নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, ব্যালটের মাধ্যমে এসেছে। ব্যালট যাতে স্বচ্ছ হয়, সে জন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাইর থেকে দেখা যায় ৷ আমরা নকল ভোটার এড়ানোর জন্য আইডি করেছি।’
‘স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানই সরকারের মৌলিক উদ্দেশ বলে দাবি করেন আওয়ামী লীগ সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
২ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে
গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
৫ ঘণ্টা আগে