Ajker Patrika

সর্বনিম্ন ৩০ হাজার টাকা সম্মানী ভাতা দাবি ইউনিয়ন পরিষদ সদস্যদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা সম্মানী ভাতা দাবি ইউনিয়ন পরিষদ সদস্যদের

সম্মানী ভাতা সর্বনিম্ন ৩০ হাজার টাকা করাসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন। আজ সোমবার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো উৎসব ভাতা দেওয়া, চিকিৎসা ভাতা দেওয়া, প্রতিটি ওয়ার্ডে সিটি করপোরেশনের মতো অফিস ও জনবল দেওয়া, মেম্বারদের শুল্কমুক্ত মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কমপক্ষে ১ জন পুরুষ ও একজন মহিলা মেম্বারের উপস্থিত থাকার বিধান নিশ্চিত করা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমপক্ষে ১ জন পুরুষ ও ১ জন মহিলা মেম্বারের উপস্থিত থাকার বিধান নিশ্চিত করা, অধিকতর তদন্ত ছাড়া ইউপি মেম্বারদের নামে থানায় মামলা না নেওয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউপি মেম্বারদের আটক বা গ্রেপ্তার না করা, ইউপি মেম্বারদের টিএ/ডিএ নিশ্চিত করা, ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের সম্মানী ও সভা খরচ নিশ্চিত করা। 

প্রধানমন্ত্রীর প্রতি এসব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আমাদের প্রায় ৫৫ হাজার ইউনিয়ন পরিষদের মেম্বার দেশের উন্নয়নের স্বার্থে দিন–রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পক্ষে কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত