নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৪ মে থেকে ধাপে ধাপে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনাটি সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ ২০২৩ সালের ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অত্যাসন্ন বিধায় ওই নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। তাই ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ ক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ২৭ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।
নির্দেশনায় ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যত দূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সে ক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করতে বলা হয়েছে।
ইসির ঘোষিত তালিকা অনুযায়ী, এবার প্রথম ধাপে ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪৮১টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের তারিখ জানিয়েছে ইসি। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। বাকিগুলোতে পরবর্তীকালে ভোট করবে ইসি।
ইসি জানিয়েছে, রোজার মধ্যে এসব নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।

আগামী ৪ মে থেকে ধাপে ধাপে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনাটি সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ ২০২৩ সালের ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অত্যাসন্ন বিধায় ওই নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। তাই ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এ ক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ২৭ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।
নির্দেশনায় ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যত দূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সে ক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করতে বলা হয়েছে।
ইসির ঘোষিত তালিকা অনুযায়ী, এবার প্রথম ধাপে ৪ মে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১১ মে ১৬৫টি, তৃতীয় ধাপে ১৮ মে ১১১টি এবং চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪৮১টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের তারিখ জানিয়েছে ইসি। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। বাকিগুলোতে পরবর্তীকালে ভোট করবে ইসি।
ইসি জানিয়েছে, রোজার মধ্যে এসব নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৬ ঘণ্টা আগে