Ajker Patrika

প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক স্কাউটস জাম্বুরী অনুষ্ঠিত হবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক স্কাউটস জাম্বুরী অনুষ্ঠিত হবে বাংলাদেশে

প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক জাতীয় স্কাউটস জাম্বুরী বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার গাজীপুরের মৌচাকে ৯ দিনব্যাপী ৩২ তম আন্তর্জাতিক এই জাম্বুরী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ। 

লিখিত বক্তব্যে এম এম ফজলুল হক আরিফ বলেন, আগামী ২১ জানুয়ারি সকাল ১১টায় গাজীপুরে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে জাম্বুরী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২৬ জানুয়ারি রাতে মৌচাকে অনুষ্ঠিত হবে জাম্বুরীর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। 

তিনি বলেন, ‘সাবাস...এ ফাউন্ডেশন অব এনার্জি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরে ৯ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী। আগামী ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই জাম্বুরীতে ৮ হাজার জন স্কাউট, এক হাজার জন ইউনিট লিডার, আইএসটি মেম্বারসহ মোট ১১ হাজার জন অংশগ্রহণ করবে। 

এতে অংশ নেবে—ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, স্কাউট চায়না (তাইওয়ান), থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইউএসএ, জার্মানি, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া প্যাসিফিক রিজিওনের প্রতিনিধিরা। 

এবারের জাম্বুরীতে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কাউটসদের নিয়ে এশিয়া প্যাসিফিক অনুষ্ঠিত হচ্ছে। 

এই জাম্বুরী দেশি বিদেশি স্কাউট ও স্কাউটারদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের কাছে নিজস্ব দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও কালচার তুলে ধরে দেশের পরিচয় বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

এই জাম্বুরীতে বিদেশি স্কাউটরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ দেখার পাশাপাশি বাংলাদেশকে জানার সুযোগ লাভ করবে। 

জাম্বুরী আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের অংশগ্রহণে প্রতি চার বছর পর এশিয়া প্যাসিফিক রিজিওনাল জাম্বুরী অনুষ্ঠিত হয়। ২৮ ডিসেম্বর ১৯৭৩ থেকে ০৪ জানুয়ারি ১৯৭৪ সাল পর্যন্ত ফিলিপাইনে সর্বপ্রথম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ৩২ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল জাম্বুরী বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের একাদশ জাতীয় জাম্বুরী অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্সে বাংলাদেশ এই জাম্বুরী আয়োজনের দায়িত্ব লাভ করে। 

এবারের জাম্বুরি প্রোগ্রাম সাজানো হয়েছে ১১টি এলিনের মাধ্যমে। এর মধ্যে-অ্যারোবিক ষস ও শরীরচর্চা, তাবুককলা, ফান ফ্যাক্টরি, হাইকিং, বেটার ওয়ার্ল্ড, প্রতিবেশী, এসডিজি, ক্যাম্পফায়ার, জিডিভি, ক্রস রোড অব কালচার এবং ফোক ফেস্টিভ্যাল। জাম্বুরী বাস্তবায়নের জন্য ২২টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাম্বুরীতে স্কাউটদের আবাসনের জন্য ১৫০০ তাঁবুর ব্যবস্থা থাকবে। তাছাড়া অস্থায়ী টয়লেট, গোসলখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে স্কাউটসের প্রধান নির্বাহী ড. মোজাম্মেল হক খান বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো একজন শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশ সাধন করা। এসবের মাধ্যমে একজন স্কাউট নিজেকে তৈরি করে মেধা ও শ্রম দিয়ে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন সুন্দর, সং, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা করেন তিনি। 

বিশ্ব স্কাউট সংস্থার সদস্য ১৭৩টি দেশ। আর সারা বিশ্বে স্কাউট সদস্য সংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন। এই রাষ্ট্রগুলোকে ছয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে এশিয়া প্যান প্যাসিফিক একটি অঞ্চল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৩০টি দেশ নিয়ে এ অঞ্চলটি গঠিত। 

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রধান কমিশনার ড. মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান, জাতীয় উপকমিশনার সুকান্ত গুপ্ত অলক, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কে এম সাইদুজ্জামানসহ স্কাউটসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত