কলকাতা প্রতিনিধি

গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে, দেশের মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪০০।
গতকাল সারাদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৪, কেরালায় ৩, রাজস্থান ও তামিলনাড়ুতে ১ জন করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।
এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭৪৭। শুধু গত ৪৮ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭১ জন।
চিকিৎসকদের দাবি, সংক্রমণের পিছনে অন্যতম কারণ ওমিক্রনের নতুন উপধরন এক্সএফজি, যা রাজ্যে ইতিমধ্যেই ৪৯টি কেস ধরা পড়েছে।
বিশেষজ্ঞদের মত, এই নতুন উপধরনটি অপেক্ষাকৃত সংক্রামক হলেও তার উপসর্গ সাধারণত হালকা। তবে যাঁদের আগে থেকেই শ্বাসপ্রশ্বাসজনিত বা কো–মরবিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রে রোগ জটিল হতে পারে।
সম্প্রতি ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুতে রাজ্যে চলতি বছরের মোট করোনাজনিত মৃত্যু পৌঁছেছে ৩ জনে।
করোনার পাশাপাশি বর্ষার শুরুতে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুর মতো নানা রোগের দাপট বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর।
তাই রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে, বিশেষত হাসপাতাল, বাজার ও গণপরিবহন ব্যবস্থায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই এক উচ্চপর্যায়ের বৈঠকে জানান, করোনা এখন এন্ডেমিক রূপে রয়ে গেছে। তবে রাজ্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসক মহলের পরামর্শ, আতঙ্ক নয়, সতর্কতাই হোক হাতিয়ার। নিজে সুস্থ থাকুন, সমাজকেও রক্ষা করুন।

গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে, দেশের মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪০০।
গতকাল সারাদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৪, কেরালায় ৩, রাজস্থান ও তামিলনাড়ুতে ১ জন করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।
এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭৪৭। শুধু গত ৪৮ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭১ জন।
চিকিৎসকদের দাবি, সংক্রমণের পিছনে অন্যতম কারণ ওমিক্রনের নতুন উপধরন এক্সএফজি, যা রাজ্যে ইতিমধ্যেই ৪৯টি কেস ধরা পড়েছে।
বিশেষজ্ঞদের মত, এই নতুন উপধরনটি অপেক্ষাকৃত সংক্রামক হলেও তার উপসর্গ সাধারণত হালকা। তবে যাঁদের আগে থেকেই শ্বাসপ্রশ্বাসজনিত বা কো–মরবিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রে রোগ জটিল হতে পারে।
সম্প্রতি ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুতে রাজ্যে চলতি বছরের মোট করোনাজনিত মৃত্যু পৌঁছেছে ৩ জনে।
করোনার পাশাপাশি বর্ষার শুরুতে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গুর মতো নানা রোগের দাপট বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর।
তাই রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে, বিশেষত হাসপাতাল, বাজার ও গণপরিবহন ব্যবস্থায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই এক উচ্চপর্যায়ের বৈঠকে জানান, করোনা এখন এন্ডেমিক রূপে রয়ে গেছে। তবে রাজ্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসক মহলের পরামর্শ, আতঙ্ক নয়, সতর্কতাই হোক হাতিয়ার। নিজে সুস্থ থাকুন, সমাজকেও রক্ষা করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৬ ঘণ্টা আগে