কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালত ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলে ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। এই রায় তাঁদের ক্ষুব্ধ করবে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘কারাদণ্ডের এই রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। এটি একটি আইনি সমস্যা। তাঁর (ইউনূস) আপিলের সুযোগ আছে। তিনি জামিনও পেয়েছেন।’
এর বাইরে বিচারাধীন বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন পররাষ্ট্রসচিব।
ড. ইউনূস রায়ের পর সাংবাদিকদের কাছে দাবি করেন, দোষ না করেও তিনি শাস্তি পেলেন।
একই রায়ে সাজা পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
আদালত শ্রম আইনের ৩০৩ ধারার তিন উপধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই ধারায় কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ১০ দিনের কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।
অন্যদিকে শ্রম আইনের ৩০৭ ধারায় প্রত্যেককে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই টাকা পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিন কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালত ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলে ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। এই রায় তাঁদের ক্ষুব্ধ করবে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘কারাদণ্ডের এই রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। এটি একটি আইনি সমস্যা। তাঁর (ইউনূস) আপিলের সুযোগ আছে। তিনি জামিনও পেয়েছেন।’
এর বাইরে বিচারাধীন বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন পররাষ্ট্রসচিব।
ড. ইউনূস রায়ের পর সাংবাদিকদের কাছে দাবি করেন, দোষ না করেও তিনি শাস্তি পেলেন।
একই রায়ে সাজা পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
আদালত শ্রম আইনের ৩০৩ ধারার তিন উপধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই ধারায় কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ১০ দিনের কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।
অন্যদিকে শ্রম আইনের ৩০৭ ধারায় প্রত্যেককে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই টাকা পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিন কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১৩ ঘণ্টা আগে