তাসনিম মহসিন, ঢাকা

করোনা পরিস্থিতির কারণে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ ছিল বাংলাদেশিদের। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করেছে দেশটি। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশি পর্যটকেরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৮ আগস্ট ইতালি সরকার একটি আদেশ জারি করে, যেখানে ৩১ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদেরও এই সুযোগ দেওয়া হয়েছে। তবে আদেশে বাংলাদেশি, ভারতীয় বা শ্রীলঙ্কার নাগরিকদের টিকা নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
ইতালিতে প্রবেশে আরোপ করা শর্তে বলা হয়েছে, ২৮ আগস্টের আগে থেকেই যাঁদের ইতালির নাগরিকত্ব রয়েছে কিন্তু বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন, তাঁদের করোনার উপসর্গ না থাকলে ইতালিতে ২৫ অক্টোবরের মধ্যে প্রবেশের সুযোগ পাবেন। সেই সঙ্গে যাঁদের ইতালিতে যাওয়ার বৈধ অনুমতি রয়েছে অথবা এর নবায়নের রসিদ রয়েছে কিন্তু বর্তমানে ইতালির বাইরে অবস্থান করেছেন, তাঁরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন। যাঁদের বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ শেষ হলেও রি-এন্ট্রি ভিসা পেয়েছেন, তাঁরা এবং নতুন ফ্যামিলি ভিসাধারীরা তাঁদের পরিবারের প্রধানের ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্স থাকা সাপেক্ষে ২৫ অক্টোবরের মধ্যে ইতালিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা, যাদের শিক্ষা-সংক্রান্ত কারণে ইতালি যাওয়া আবশ্যক, তাঁরা নতুন জারি করা আদেশ অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন।
ইতালিতে প্রবেশের জন্য যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে মোবাইলে বা প্রিন্ট করে প্যাসেঞ্জার লোকেটর ফরম বহন করতে হবে। ইতালিতেে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করা করোনার নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। ইতালিতে প্রবেশের পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। প্যাসেঞ্জার লোকেটর ফরমে উল্লেখ করা সুনির্দিষ্ট স্থানে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে এবং এরপর আবারও করোনার পরীক্ষা করানো হবে।
এর বাইরে যাঁরা ইতালিতে প্রবেশ করতে চান, তাঁরা এই মুহূর্তে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি প্রয়োজনে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ইতালিতে প্রবেশ করা যাবে। ২৫ অক্টোবর পর্যন্ত সিজনাল, ননসিজনাল কাজের ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা নতুন আদেশের সুবিধার আওতায় পড়বে না।

করোনা পরিস্থিতির কারণে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ ছিল বাংলাদেশিদের। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করেছে দেশটি। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশি পর্যটকেরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৮ আগস্ট ইতালি সরকার একটি আদেশ জারি করে, যেখানে ৩১ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদেরও এই সুযোগ দেওয়া হয়েছে। তবে আদেশে বাংলাদেশি, ভারতীয় বা শ্রীলঙ্কার নাগরিকদের টিকা নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
ইতালিতে প্রবেশে আরোপ করা শর্তে বলা হয়েছে, ২৮ আগস্টের আগে থেকেই যাঁদের ইতালির নাগরিকত্ব রয়েছে কিন্তু বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন, তাঁদের করোনার উপসর্গ না থাকলে ইতালিতে ২৫ অক্টোবরের মধ্যে প্রবেশের সুযোগ পাবেন। সেই সঙ্গে যাঁদের ইতালিতে যাওয়ার বৈধ অনুমতি রয়েছে অথবা এর নবায়নের রসিদ রয়েছে কিন্তু বর্তমানে ইতালির বাইরে অবস্থান করেছেন, তাঁরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন। যাঁদের বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ শেষ হলেও রি-এন্ট্রি ভিসা পেয়েছেন, তাঁরা এবং নতুন ফ্যামিলি ভিসাধারীরা তাঁদের পরিবারের প্রধানের ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্স থাকা সাপেক্ষে ২৫ অক্টোবরের মধ্যে ইতালিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা, যাদের শিক্ষা-সংক্রান্ত কারণে ইতালি যাওয়া আবশ্যক, তাঁরা নতুন জারি করা আদেশ অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন।
ইতালিতে প্রবেশের জন্য যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে মোবাইলে বা প্রিন্ট করে প্যাসেঞ্জার লোকেটর ফরম বহন করতে হবে। ইতালিতেে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করা করোনার নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। ইতালিতে প্রবেশের পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। প্যাসেঞ্জার লোকেটর ফরমে উল্লেখ করা সুনির্দিষ্ট স্থানে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে এবং এরপর আবারও করোনার পরীক্ষা করানো হবে।
এর বাইরে যাঁরা ইতালিতে প্রবেশ করতে চান, তাঁরা এই মুহূর্তে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি প্রয়োজনে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ইতালিতে প্রবেশ করা যাবে। ২৫ অক্টোবর পর্যন্ত সিজনাল, ননসিজনাল কাজের ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা নতুন আদেশের সুবিধার আওতায় পড়বে না।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৯ ঘণ্টা আগে