নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।

‘দেশের চাবি আপনার হাতে’—স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাবেন আর ‘না’ ভোট দিলে কী পাবেন না—শিরোনামে একটি লিফলেট শুক্রবার পোস্ট করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে।
২৩ মিনিট আগে
নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ পরবর্তী এই দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
১৬ ঘণ্টা আগে