
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে কি না, বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন প্রথমে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
তবে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে— এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।’
নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল ভোটে আসবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী, জানতে চান ভারতীয় এক সাংবাদিক। জবাবে আব্দুল মোমেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আইনের দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় আজ বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যায় এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে কি না, বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে আব্দুল মোমেন প্রথমে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি।’
তবে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়েছে— এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।’
নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার না হলে বিরোধী দল ভোটে আসবে না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী, জানতে চান ভারতীয় এক সাংবাদিক। জবাবে আব্দুল মোমেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আইনের দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় আজ বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

নির্বাচন ডাকাতি আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
১৪ মিনিট আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩১ মিনিট আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে...
১ ঘণ্টা আগে