Ajker Patrika

এক সপ্তাহে ১৭ লাখের বেশি নতুন ভোটারের তথ্য: ডিজি এনআইডি

আজকের পত্রিকা ডেস্ক­
এক সপ্তাহে ১৭ লাখের বেশি নতুন ভোটারের তথ্য: ডিজি এনআইডি
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাড়ি বাড়ি গিয়ে সাত দিনে ১৭ লাখের বেশি নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সারা দেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

এনআইডি ডিজি বলেন, ‘গত সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে প্রমাণিত হয়, আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

ইসির তথ্য অনুযায়ী- ২০০৮ সালের ১ জানুয়ারি বা তাঁর আগে জন্মগ্রহণকারী নাগরিক কোনো কারণে বাদ পড়লে নির্ভুল তথ্য ও কাগজপত্র দিয়ে ভোটার হতে হয়। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্নের কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে এনআইডি উইং কর্মকর্তা মুহাম্মদ হাসনানুজ্জামান, তকদিন আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত