নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৩ সালের ৫ মে রাতে আলো নিভিয়ে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেসঙ্গে এই মামলাসংশ্লিষ্ট কারাগারে থাকা চারজনকে ১২ মে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।
গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
সেদিন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরসহ আশপাশের এলাকার ভয়াবহ দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। মিডিয়াকর্মীদের বের করে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গত এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। অনেক শহীদ পরিবার তাদের প্রিয়জনের লাশটাও খুঁজে পায়নি। এটি বাংলাদেশের মানুষ ও ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি, জড়িতদের বিচারের আওতায় আনতে পারলে দেশের মানুষ অভিশাপমুক্ত হবে।’
এদিকে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নায়েক মো. সোহেল মিয়াকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন— প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী।
২০১৩ সালের ৫ মে রাতে আলো নিভিয়ে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেসঙ্গে এই মামলাসংশ্লিষ্ট কারাগারে থাকা চারজনকে ১২ মে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।
গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
সেদিন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরসহ আশপাশের এলাকার ভয়াবহ দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। মিডিয়াকর্মীদের বের করে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গত এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। অনেক শহীদ পরিবার তাদের প্রিয়জনের লাশটাও খুঁজে পায়নি। এটি বাংলাদেশের মানুষ ও ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি, জড়িতদের বিচারের আওতায় আনতে পারলে দেশের মানুষ অভিশাপমুক্ত হবে।’
এদিকে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নায়েক মো. সোহেল মিয়াকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন— প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বিপাকে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ মাঝেমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁরা ভোটার হওয়ার চেষ্টা করছেন। তাই তাঁদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডাটাবেইস (তথ্যভান্ডার) ব্যবহার করতে চায় ইসি।
২ ঘণ্টা আগেমাগুরায় শিশু ধর্ষণ ও তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ এখনো চলছে। ধর্ষকের বিচারের দাবিতে সোচ্চার সবাই। এর মধ্যেও নারী ও শিশুর প্রতি নির্মমতা থেমে নেই। বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সংস্কারপ্রক্রিয়ায় সহায়তা করতে পারে জাতিসংঘ। তবে কতটুকু সংস্কার করা হবে এবং তার কতটা নির্বাচনের আগে এবং কতটা পরে হবে, দেশের জনগণের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকেই...
৩ ঘণ্টা আগেসফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে