
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরকালে করা মন্তব্য প্রসঙ্গে বলেন, যে দেশটি প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়, তাদের খবরদারি নিয়ে কথা বলা উচিত নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বাংলাদেশ সফরকালে বলেন, ‘মস্কো এই অঞ্চলে মার্কিন প্রভাব ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।’ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী এবং ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে আপনার অবস্থান কী?
জবাবে মিলার বলেন, ‘আমি রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, যে দেশটি তার প্রতিবেশী দুই দেশে আক্রমণ করেছে, যারা প্রতিনিয়ত সেখানকার স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে বোমা মারছে, তাদের অন্য কোনো দেশের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।’ লাভরভ এই মন্তব্য সজ্ঞানে করেননি বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে মার্কিন নীতির প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমি মার্কিন নীতির প্রতি সম্মান রেখেই বলছি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি লালন করে। এটাই আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং এটিই আমাদের অবস্থান।’
জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দারুণ আলাপ’ হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বিশ্বাস করি যে, প্রেসিডেন্ট নেতাদের সঙ্গে কী বৈঠক করেছেন সে বিষয়ে হোয়াইট হাউস শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরকালে করা মন্তব্য প্রসঙ্গে বলেন, যে দেশটি প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়, তাদের খবরদারি নিয়ে কথা বলা উচিত নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বাংলাদেশ সফরকালে বলেন, ‘মস্কো এই অঞ্চলে মার্কিন প্রভাব ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।’ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী এবং ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে আপনার অবস্থান কী?
জবাবে মিলার বলেন, ‘আমি রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, যে দেশটি তার প্রতিবেশী দুই দেশে আক্রমণ করেছে, যারা প্রতিনিয়ত সেখানকার স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে বোমা মারছে, তাদের অন্য কোনো দেশের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।’ লাভরভ এই মন্তব্য সজ্ঞানে করেননি বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে মার্কিন নীতির প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমি মার্কিন নীতির প্রতি সম্মান রেখেই বলছি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি লালন করে। এটাই আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং এটিই আমাদের অবস্থান।’
জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দারুণ আলাপ’ হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বিশ্বাস করি যে, প্রেসিডেন্ট নেতাদের সঙ্গে কী বৈঠক করেছেন সে বিষয়ে হোয়াইট হাউস শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
৬ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে