
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরকালে করা মন্তব্য প্রসঙ্গে বলেন, যে দেশটি প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়, তাদের খবরদারি নিয়ে কথা বলা উচিত নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বাংলাদেশ সফরকালে বলেন, ‘মস্কো এই অঞ্চলে মার্কিন প্রভাব ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।’ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী এবং ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে আপনার অবস্থান কী?
জবাবে মিলার বলেন, ‘আমি রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, যে দেশটি তার প্রতিবেশী দুই দেশে আক্রমণ করেছে, যারা প্রতিনিয়ত সেখানকার স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে বোমা মারছে, তাদের অন্য কোনো দেশের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।’ লাভরভ এই মন্তব্য সজ্ঞানে করেননি বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে মার্কিন নীতির প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমি মার্কিন নীতির প্রতি সম্মান রেখেই বলছি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি লালন করে। এটাই আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং এটিই আমাদের অবস্থান।’
জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দারুণ আলাপ’ হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বিশ্বাস করি যে, প্রেসিডেন্ট নেতাদের সঙ্গে কী বৈঠক করেছেন সে বিষয়ে হোয়াইট হাউস শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অবস্থান অভিন্ন। এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরকালে করা মন্তব্য প্রসঙ্গে বলেন, যে দেশটি প্রতিবেশীদের ওপর আক্রমণ চালায়, তাদের খবরদারি নিয়ে কথা বলা উচিত নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বাংলাদেশ সফরকালে বলেন, ‘মস্কো এই অঞ্চলে মার্কিন প্রভাব ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।’ এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী এবং ইন্দো-প্যাসিফিক কৌশল সম্পর্কে আপনার অবস্থান কী?
জবাবে মিলার বলেন, ‘আমি রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলব, যে দেশটি তার প্রতিবেশী দুই দেশে আক্রমণ করেছে, যারা প্রতিনিয়ত সেখানকার স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে বোমা মারছে, তাদের অন্য কোনো দেশের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।’ লাভরভ এই মন্তব্য সজ্ঞানে করেননি বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে মার্কিন নীতির প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘আমি মার্কিন নীতির প্রতি সম্মান রেখেই বলছি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি লালন করে। এটাই আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং এটিই আমাদের অবস্থান।’
জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দারুণ আলাপ’ হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বিশ্বাস করি যে, প্রেসিডেন্ট নেতাদের সঙ্গে কী বৈঠক করেছেন সে বিষয়ে হোয়াইট হাউস শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে।’

যমুনা নদীর ওপর বর্তমানে চার লেনের একটি বড় সেতু চালু রয়েছে, যা দেশের উত্তর-দক্ষিণ সংযোগের প্রধান করিডর। এ ছাড়া রেল যোগাযোগের জন্য নতুন করে নির্মিত হয়েছে আলাদা রেলসেতু। এর পরও ক্রমবর্ধমান যানবাহনের চাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের বিবেচনায় এবার নদীটিতে আরেকটি সড়কসেতু নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ...
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত সভায় অধ্যাদেশটি অনুমোদিত হয়।
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।
১০ ঘণ্টা আগে