কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জাতির অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) তিনি রওনা হবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ রোববার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ যাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি বৈঠকের সম্ভাবনা আছে।
ব্রিকস জোটের সম্প্রসারণের বিষয়টি সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশসহ ২৩টি দেশ এই জোটের সদস্য হতে চায়।
এবারই বাংলাদেশ জোটটির পূর্ণ সদস্য হতে পারবে কি না, সে বিষয়ে সন্দিহান কূটনীতিকেরা। তাঁরা বলছেন, জোট সম্প্রসারণের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় এবারের সম্মেলনেই বাংলাদেশের সদস্য হওয়ার বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে এবার পূর্ণ সদস্য হওয়া না গেলেও পর্যবেক্ষক হিসেবে জোটে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
পূর্ণ সদস্য হওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিলে অন্ততপক্ষে পর্যবেক্ষক হিসেবে জোটে যুক্ত হওয়া বাংলাদেশ এবারের শীর্ষ সম্মেলনেই নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানান বাংলাদেশের একজন কূটনীতিক।
২৪ আগস্ট জোহানেসবার্গে এ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের আগের দিন ২৩ আগস্ট একই শহরে আফ্রিকার বিভিন্ন দেশের দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সভায় তিনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৬৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
তেলসমৃদ্ধ সৌদি আরবের এবারের সম্মেলনেই জোটের সদস্য হওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন কূটনীতিকেরা। আর সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা জোর তৎপরতা চালাচ্ছে সদস্য হতে।
বাংলাদেশ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকসে সদস্য হতে আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে জোটটির বর্তমান সব সদস্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেবে বলে সরকার আশা করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ জাতির অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) তিনি রওনা হবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ রোববার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ যাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি বৈঠকের সম্ভাবনা আছে।
ব্রিকস জোটের সম্প্রসারণের বিষয়টি সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশসহ ২৩টি দেশ এই জোটের সদস্য হতে চায়।
এবারই বাংলাদেশ জোটটির পূর্ণ সদস্য হতে পারবে কি না, সে বিষয়ে সন্দিহান কূটনীতিকেরা। তাঁরা বলছেন, জোট সম্প্রসারণের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় এবারের সম্মেলনেই বাংলাদেশের সদস্য হওয়ার বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে এবার পূর্ণ সদস্য হওয়া না গেলেও পর্যবেক্ষক হিসেবে জোটে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
পূর্ণ সদস্য হওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিলে অন্ততপক্ষে পর্যবেক্ষক হিসেবে জোটে যুক্ত হওয়া বাংলাদেশ এবারের শীর্ষ সম্মেলনেই নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানান বাংলাদেশের একজন কূটনীতিক।
২৪ আগস্ট জোহানেসবার্গে এ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের আগের দিন ২৩ আগস্ট একই শহরে আফ্রিকার বিভিন্ন দেশের দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সভায় তিনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৬৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
তেলসমৃদ্ধ সৌদি আরবের এবারের সম্মেলনেই জোটের সদস্য হওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন কূটনীতিকেরা। আর সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা জোর তৎপরতা চালাচ্ছে সদস্য হতে।
বাংলাদেশ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকসে সদস্য হতে আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে জোটটির বর্তমান সব সদস্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেবে বলে সরকার আশা করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে সম্মেলনে যোগ দেবেন।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১০ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে