নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দু-চার দিনের মধ্যেই শহরের যানজট কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রমজান শুরুর পর থেকে দুপুর গড়ালেই রাজধানী ঢাকার সড়কগুলোতে প্রচণ্ড যানজট শুরু হয়। এই যানজট আরও তীব্র হয় যখন ঈদ ঘনিয়ে আসে। বিশেষ করে মার্কেট সংলগ্ন রাস্তাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আবার উন্নয়নকাজের জন্য কিছু রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে ১০ মিনিটের রাস্তা ঘণ্টা পেরিয়ে গেলেও গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সড়কে রয়েছে। ঈদকে সামনে রেখে যানজট কীভাবে সহনীয় রাখা যায় সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। শিগগিরই যানজট কমবে।’
ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে যানবাহন দাঁড় করিয়ে কাগজ চেক করে এতে রাজধানীতে ৬০ শতাংশ যানজট হয়—এ বিষয়ে জানতে চাইলে এই প্রশ্নের আসাদুজ্জামান খান বলেন, এখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তাঁরা এ বিষয়ে নিশ্চয়ই নজর রাখবেন। ঈদের মার্কেটের জন্যই বিকেলের পর থেকে সারা ঢাকার শহর অচল হয়ে যায়। আর দু-চার দিনের মধ্যেই ঢাকা শহরে যানজট কমবে। তবে যানজট চলে যাবে ঘরমুখী মানুষের ঢল যেখানে নামবে সেখানে। শহরের যানজট আর চার-পাঁচ দিনের মধ্যেই কমবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই দেশের তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে। ধাপে ধাপে ছুটি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিজিএমইএ, বিকেএমইএ শ্রমিক সংগঠনগুলো বসে ছুটির দিকে খেয়াল রেখে, তাঁরা এই সিদ্ধান্ত নেবেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৯ এপ্রিল এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়—এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রয়োজন মনে করবেন, তাঁরা ৯ তারিখ ছুটি নিতে পারবেন।
বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

দু-চার দিনের মধ্যেই শহরের যানজট কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রমজান শুরুর পর থেকে দুপুর গড়ালেই রাজধানী ঢাকার সড়কগুলোতে প্রচণ্ড যানজট শুরু হয়। এই যানজট আরও তীব্র হয় যখন ঈদ ঘনিয়ে আসে। বিশেষ করে মার্কেট সংলগ্ন রাস্তাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আবার উন্নয়নকাজের জন্য কিছু রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে ১০ মিনিটের রাস্তা ঘণ্টা পেরিয়ে গেলেও গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সড়কে রয়েছে। ঈদকে সামনে রেখে যানজট কীভাবে সহনীয় রাখা যায় সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। শিগগিরই যানজট কমবে।’
ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে যানবাহন দাঁড় করিয়ে কাগজ চেক করে এতে রাজধানীতে ৬০ শতাংশ যানজট হয়—এ বিষয়ে জানতে চাইলে এই প্রশ্নের আসাদুজ্জামান খান বলেন, এখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তাঁরা এ বিষয়ে নিশ্চয়ই নজর রাখবেন। ঈদের মার্কেটের জন্যই বিকেলের পর থেকে সারা ঢাকার শহর অচল হয়ে যায়। আর দু-চার দিনের মধ্যেই ঢাকা শহরে যানজট কমবে। তবে যানজট চলে যাবে ঘরমুখী মানুষের ঢল যেখানে নামবে সেখানে। শহরের যানজট আর চার-পাঁচ দিনের মধ্যেই কমবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই দেশের তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে। ধাপে ধাপে ছুটি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিজিএমইএ, বিকেএমইএ শ্রমিক সংগঠনগুলো বসে ছুটির দিকে খেয়াল রেখে, তাঁরা এই সিদ্ধান্ত নেবেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৯ এপ্রিল এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়—এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রয়োজন মনে করবেন, তাঁরা ৯ তারিখ ছুটি নিতে পারবেন।
বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
২ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে