আজকের পত্রিকা ডেস্ক

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার সারা দেশের ডিসি ও বিভাগীয় কমিশনারদের সম্মেলনে দেওয়া অভিভাষণে এই আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া। এ সময় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
প্রধান বিচারপতি বলেন, ‘জেলা আদালত এবং জেলা প্রশাসনের কাজ আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। নাগরিকদের অধিকার সমুন্নত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব। আদালতের আদেশ বাস্তবায়ন ও দ্রুত কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা, পদ্ধতিগত দুর্বলতা দূর করা এবং দ্রুত রায় পৌঁছাতে পারলে মামলাজট কমবে, যা জনগণের আস্থা বাড়াতে পারে।’
তিনি বলেন, ‘কখনো কখনো এখতিয়ার, ব্যাখ্যা বা প্রশাসনিক বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে; কিন্তু এটা কাম্য নয়। প্রতিযোগিতা না করে আলোচনা করে সমাধান করতে হবে।’
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আযহারুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের মতো জেলা আদালতের ধার্য তারিখ ও আদেশ-রায় জেলা ওয়েবসাইটে প্রদর্শন করা যেতে পারে। দেশের সব আদালতের রায় ওয়েবসাইটে প্রদানপূর্বক রায় বাস্তবায়নের সময় বা শর্ত ওয়েবসাইটে প্রদর্শন করলে তা রায় বাস্তবায়নকে সহজ করে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আদালতের চাহিদামাফিক তদন্ত পরিচালনা করার ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কর্মকর্তারা যথাযথভাবে তদন্ত পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে উভয় বিভাগের কর্মকর্তাদের যৌথ প্রশিক্ষণের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশনা বা আদেশগুলো জেলা প্রশাসকেরা যাতে সরাসরি পেতে পারেন, সে লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আদালত অবমাননার আদেশ, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হবে—এমন মামলার আদেশগুলো যথাসময়ে পাওয়া না গেলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যায় না। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা, আদেশ ও জরুরি নোটিশ দ্রুত প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল বা ই-হটলাইন তৈরি করা যেতে পারে। এ সময় বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব ও তাঁদের সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য জেলা পর্যায়ে বিচারক, প্রশাসন এবং আইনজীবীদের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের দাবি জানান তিনি।’
সিলেটের জেলা প্রশাসক খান মো. রেজা উন নবী বলেন, ‘আদালতে মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি আরও কার্যকর করা যেতে পারে। মাঠ প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে আন্তসম্পর্ক উন্নয়ন দেশের স্থিতিশীলতা ও জনগণের ন্যায়বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে অপরিসীম ভূমিকা রাখবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা আশা করি, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণ আরও দ্রুত ন্যায়বিচারপ্রাপ্ত হবে এবং আইনের শাসন আরও সুদৃঢ় হবে।’

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার সারা দেশের ডিসি ও বিভাগীয় কমিশনারদের সম্মেলনে দেওয়া অভিভাষণে এই আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া। এ সময় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
প্রধান বিচারপতি বলেন, ‘জেলা আদালত এবং জেলা প্রশাসনের কাজ আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। নাগরিকদের অধিকার সমুন্নত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব। আদালতের আদেশ বাস্তবায়ন ও দ্রুত কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা, পদ্ধতিগত দুর্বলতা দূর করা এবং দ্রুত রায় পৌঁছাতে পারলে মামলাজট কমবে, যা জনগণের আস্থা বাড়াতে পারে।’
তিনি বলেন, ‘কখনো কখনো এখতিয়ার, ব্যাখ্যা বা প্রশাসনিক বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে; কিন্তু এটা কাম্য নয়। প্রতিযোগিতা না করে আলোচনা করে সমাধান করতে হবে।’
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আযহারুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের মতো জেলা আদালতের ধার্য তারিখ ও আদেশ-রায় জেলা ওয়েবসাইটে প্রদর্শন করা যেতে পারে। দেশের সব আদালতের রায় ওয়েবসাইটে প্রদানপূর্বক রায় বাস্তবায়নের সময় বা শর্ত ওয়েবসাইটে প্রদর্শন করলে তা রায় বাস্তবায়নকে সহজ করে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আদালতের চাহিদামাফিক তদন্ত পরিচালনা করার ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কর্মকর্তারা যথাযথভাবে তদন্ত পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে উভয় বিভাগের কর্মকর্তাদের যৌথ প্রশিক্ষণের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশনা বা আদেশগুলো জেলা প্রশাসকেরা যাতে সরাসরি পেতে পারেন, সে লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আদালত অবমাননার আদেশ, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হবে—এমন মামলার আদেশগুলো যথাসময়ে পাওয়া না গেলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যায় না। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা, আদেশ ও জরুরি নোটিশ দ্রুত প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল বা ই-হটলাইন তৈরি করা যেতে পারে। এ সময় বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব ও তাঁদের সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য জেলা পর্যায়ে বিচারক, প্রশাসন এবং আইনজীবীদের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের দাবি জানান তিনি।’
সিলেটের জেলা প্রশাসক খান মো. রেজা উন নবী বলেন, ‘আদালতে মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি আরও কার্যকর করা যেতে পারে। মাঠ প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে আন্তসম্পর্ক উন্নয়ন দেশের স্থিতিশীলতা ও জনগণের ন্যায়বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে অপরিসীম ভূমিকা রাখবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা আশা করি, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণ আরও দ্রুত ন্যায়বিচারপ্রাপ্ত হবে এবং আইনের শাসন আরও সুদৃঢ় হবে।’

মনোয়ার মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিয়মিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা। কিন্তু সেই সীমা অতিক্রম করে একটি দীর্ঘমেয়াদি, বহুমাত্রিক ও উচ্চ ঝুঁকিপূর্ণ জ্বালানি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমূলক পরামর্শ প্রক্রিয়া...
২ মিনিট আগে
মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে