নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এসেছে। যেহেতু সবাই মনে করছে, উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে। এই জঙ্গিবাদের উত্থান দমনে ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে কোন পোস্ট কী বলে, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছুই হয় নাই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পরে কিছু দিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফায়েড। কিন্তু আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’
থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে থানা ভিজিটে আমার উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এই জন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া ও সমস্যাগুলো জানা। থানাগুলোর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যেহেতু এগুলো ভাড়া বিল্ডিং, এই জন্য কতগুলো সমস্যা দেখা গেছে। এই জন্য এইগুলো (থানা) যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় করে ফেলতে পারব, তত ভালো।’
থানার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজেরাই তো দেখলেন, থানায় আসার রাস্তা নেই। এই সমস্যাগুলো রয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আফতাব নগরে জায়গা আছে; আমরা যদি তাড়াতাড়ি ওখানে বিল্ডিং করে নিতে পারি, তাহলে থানাটা সেখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এসেছে। যেহেতু সবাই মনে করছে, উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে। এই জঙ্গিবাদের উত্থান দমনে ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে কোন পোস্ট কী বলে, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছুই হয় নাই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পরে কিছু দিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফায়েড। কিন্তু আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’
থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে থানা ভিজিটে আমার উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এই জন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া ও সমস্যাগুলো জানা। থানাগুলোর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যেহেতু এগুলো ভাড়া বিল্ডিং, এই জন্য কতগুলো সমস্যা দেখা গেছে। এই জন্য এইগুলো (থানা) যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় করে ফেলতে পারব, তত ভালো।’
থানার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজেরাই তো দেখলেন, থানায় আসার রাস্তা নেই। এই সমস্যাগুলো রয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আফতাব নগরে জায়গা আছে; আমরা যদি তাড়াতাড়ি ওখানে বিল্ডিং করে নিতে পারি, তাহলে থানাটা সেখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে।’

রাজধানীর ফার্মগেট এলাকায় গত বছরের ২৬ অক্টোবর মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে বিয়ারিং প্যাডের মানসংক্রান্ত গুরুতর ত্রুটি উঠে এসেছে। একই সঙ্গে নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে। তবে তদন্ত কমিটি এ ঘটনায় কোনো ধরনের নাশকতামূলক
৩৬ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই হামলা শুরু হয়।
১ ঘণ্টা আগে
পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুদিন পর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
৪ ঘণ্টা আগে