Ajker Patrika

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪: ১৬
ফাইল ছবি
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিভিউ আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

শিক্ষকদের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। তিনি বলেন, আগে প্রশিক্ষিতরা ১১তম গ্রেড এবং প্রশিক্ষিত ছাড়া ১২তম গ্রেড পেতেন। এই রায়ের ফলে উভয়েই দশম গ্রেড পাবেন। আর কর্মরত ৩০ হাজার শিক্ষকই এই সুবিধা পাবেন বলে মনে করি।

এর আগে ২০১৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। আপিল খারিজ হলে রিভিউ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত