নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার শিক্ষার্থীদের থেকে বিআরটিসির বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। কোনো সিদ্ধান্তে আসেনি। পরিবহন মালিকদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার হাফ ভাড়ার বিষয়ে বৈঠকে প্রস্তাবনা দিতে বলেছিল বিআরটিএ। এসব বিষয় নিয়ে আবারও শনিবার ২৭ নভেম্বর মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আরেক দফায় বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
আজ শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান আরও জানান, গত বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বাসে কীভাবে হাফ ভাড়া নেওয়া যায় তার প্রস্তাব দিতে বলা হয়েছিল। শনিবারের বৈঠক তারা তাদের প্রস্তাব উপস্থাপন করবেন। সে কারণে আমাদের সঙ্গে বাস মালিকদের বৈঠক হবে। বৈঠক শেষে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।
হাফ ভাড়ার কি প্রস্তাব দেওয়া হবে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১১টায় বিআরটিএ সঙ্গে বৈঠক করবে। সেখানে বেসরকারি বাসে হাফ ভাড়া নিয়ে আলোচনা হবে। সরকার কি চায় আমরা সেটা শুনতে চাই। তারপর হাফ ভাড়ার বিষয়ে আমাদের প্রস্তাবও আমরা জানাব। গত ৮ বছরে ভাড়া বাড়েনি, নতুন করে যা বেড়েছে তুলনায় অনেক কম। এর বিপরীত তেলের দাম বেড়েছে, গাড়ির যন্ত্রাংশসহ সকল জিনিসের দাম বেড়েছে। এখন যদি হাফ ভাড়া নিতে হয় তাহলে তো গাড়িই দিয়ে আসতে হবে। তবে কাল (শনিবার) বিআরটিএ আমাদের কি বলে তা দেখে আমরা সিদ্ধান্ত নিবো তার আগে নয়।
এদিক, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে মাঠে নামার পর করণীয় ঠিক করতে বিআরটিএ একটি কমিটি করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে। বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আইন, নির্বাহী আদেশ বা বিধিমালা আছে কি না তা দেখার জন্য এই কমিটি কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, 'এই কমিটি এখনো তেমন কিছু পাননি। তারা কাজ করছেন।'

সরকার শিক্ষার্থীদের থেকে বিআরটিসির বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। কোনো সিদ্ধান্তে আসেনি। পরিবহন মালিকদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার হাফ ভাড়ার বিষয়ে বৈঠকে প্রস্তাবনা দিতে বলেছিল বিআরটিএ। এসব বিষয় নিয়ে আবারও শনিবার ২৭ নভেম্বর মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আরেক দফায় বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
আজ শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান আরও জানান, গত বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বাসে কীভাবে হাফ ভাড়া নেওয়া যায় তার প্রস্তাব দিতে বলা হয়েছিল। শনিবারের বৈঠক তারা তাদের প্রস্তাব উপস্থাপন করবেন। সে কারণে আমাদের সঙ্গে বাস মালিকদের বৈঠক হবে। বৈঠক শেষে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।
হাফ ভাড়ার কি প্রস্তাব দেওয়া হবে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১১টায় বিআরটিএ সঙ্গে বৈঠক করবে। সেখানে বেসরকারি বাসে হাফ ভাড়া নিয়ে আলোচনা হবে। সরকার কি চায় আমরা সেটা শুনতে চাই। তারপর হাফ ভাড়ার বিষয়ে আমাদের প্রস্তাবও আমরা জানাব। গত ৮ বছরে ভাড়া বাড়েনি, নতুন করে যা বেড়েছে তুলনায় অনেক কম। এর বিপরীত তেলের দাম বেড়েছে, গাড়ির যন্ত্রাংশসহ সকল জিনিসের দাম বেড়েছে। এখন যদি হাফ ভাড়া নিতে হয় তাহলে তো গাড়িই দিয়ে আসতে হবে। তবে কাল (শনিবার) বিআরটিএ আমাদের কি বলে তা দেখে আমরা সিদ্ধান্ত নিবো তার আগে নয়।
এদিক, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে মাঠে নামার পর করণীয় ঠিক করতে বিআরটিএ একটি কমিটি করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে। বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আইন, নির্বাহী আদেশ বা বিধিমালা আছে কি না তা দেখার জন্য এই কমিটি কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, 'এই কমিটি এখনো তেমন কিছু পাননি। তারা কাজ করছেন।'

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
২৯ মিনিট আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪৪ মিনিট আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে