নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।

যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৬ মিনিট আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২২ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে...
১ ঘণ্টা আগে
২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে