
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
সংস্থা দুটি হলো—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। একই সঙ্গে তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না, সেটিও জানতে চেয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হবে, তা জানতে চান পর্যবেক্ষকেরা। তাঁরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? আমরাও চাই নির্বাচন অবাধ হোক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মানবাধিকার কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানিয়েছি।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নির্বাচনে পূর্ববতী ও পরবর্তী কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না তা-ও তাঁরা জানতে চেয়েছেন। আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা নির্বাচন-পরবর্তী অবস্থাও পর্যবেক্ষণ করবেন। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাঁদের নজরে এসেছে। তাঁরা চান, যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনাও দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছি। তাঁরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা-কর্মীর আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্ঘাতমূলক কিছু না থাকলে লিফলেট বিতরণ করা যার যার অধিকার।’
কারাগারে বিএনপির আট নেতার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিতভাবে কারাগারগুলো পরিদর্শন করছি। কারাগারে যেন কোনো ধরনের নির্যাতন না হয়, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন সময় এ বিষয়টি জানিয়েছি।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল/চলতি দায়িত্ব) জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে বহুমাত্রিক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিএসসির এই মহাব্যবস্থাপক ও তাঁর স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে।
১ ঘণ্টা আগে
গণভোটের প্রচার নিয়ে হঠাৎ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে গণভোটের প্রচারের আইনি অবস্থান পর্যালোচনা ও বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল
১০ ঘণ্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগে ১ থেকে ৩
১২ ঘণ্টা আগে