নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী প্রায় দুই হাজার ৫০০ চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করার হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের আদেশ দেওয়া হবে আগামীকাল সোমবার। আজ রোববার শুনানি শেষে এই তারিখ ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।
আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মো. মহিউদ্দিন হানিফ।
গত ১৪ জুন এই আপিল করা হয়। ২২ জুন চেম্বার জজ বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন আপিলটি।
গত ৬ মে এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সুপারিশের সময় দেওয়া হয় সাত দিন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে, ৫৪ হাজার নিবন্ধনধারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৩০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এনটিআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি শেষে এই আদেশ দেন। পরে ৩১ মে আরেক দফা শুনানি শেষে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএ কে নির্দেশ দেন। তবে ৫৪ হাজার নতুন নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর নিয়োগের সুপারিশ করার নির্দেশের বিরুদ্ধে আপিল করেন এনটিআরসিএ।
গত ৭ মার্চ এই মামলার শুনানিতে আগের সনদধারীদের নিয়োগের সুপারিশ করতে ১৫ দিন সময় দিয়েছিলেন আদালত। একই সঙ্গে আদালতের রায় বাস্তবায়ন করার নির্দেশ দেন। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক আদেশে ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুপারিশ করতে নির্দেশনা দিয়ে এক রায় দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের রায় বাস্তাবায়ন না করেই পুনরায় শিক্ষক নিবন্ধনের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার এই মামলা হয়।
বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই নিয়োগের বিষয়ে নানা অনিয়ম চলে। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় প্রায় দেড় হাজার জন উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ না দিয়েই নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে থাকে। এই পর্যায়ে ২০১৭ সালে উত্তীর্ণ কয়েকশ চাকরি প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৭ সালের ২৮ মে হাইকোর্ট এক আদেশে নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাঁদেরকেও সনদ দেওয়ার নির্দেশ দেন। এরপর একই বছরের ১৪ ডিসেম্বর এক রায় দেন। রায়ে সনদধারীদেরকেও নিয়োগের সুপারিশ করতে বলেন। তাদের নিয়োগ না দিয়ে নতুন বিজ্ঞপ্তি না দিতে নির্দেশ দেন। এরপরই আগের রিট আবেদনকারীরা আদালত অবমাননার মামলা করেন।

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী প্রায় দুই হাজার ৫০০ চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করার হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের আদেশ দেওয়া হবে আগামীকাল সোমবার। আজ রোববার শুনানি শেষে এই তারিখ ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।
আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মো. মহিউদ্দিন হানিফ।
গত ১৪ জুন এই আপিল করা হয়। ২২ জুন চেম্বার জজ বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন আপিলটি।
গত ৬ মে এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সুপারিশের সময় দেওয়া হয় সাত দিন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে, ৫৪ হাজার নিবন্ধনধারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৩০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এনটিআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি শেষে এই আদেশ দেন। পরে ৩১ মে আরেক দফা শুনানি শেষে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএ কে নির্দেশ দেন। তবে ৫৪ হাজার নতুন নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর নিয়োগের সুপারিশ করার নির্দেশের বিরুদ্ধে আপিল করেন এনটিআরসিএ।
গত ৭ মার্চ এই মামলার শুনানিতে আগের সনদধারীদের নিয়োগের সুপারিশ করতে ১৫ দিন সময় দিয়েছিলেন আদালত। একই সঙ্গে আদালতের রায় বাস্তবায়ন করার নির্দেশ দেন। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক আদেশে ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুপারিশ করতে নির্দেশনা দিয়ে এক রায় দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের রায় বাস্তাবায়ন না করেই পুনরায় শিক্ষক নিবন্ধনের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার এই মামলা হয়।
বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই নিয়োগের বিষয়ে নানা অনিয়ম চলে। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় প্রায় দেড় হাজার জন উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ না দিয়েই নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে থাকে। এই পর্যায়ে ২০১৭ সালে উত্তীর্ণ কয়েকশ চাকরি প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৭ সালের ২৮ মে হাইকোর্ট এক আদেশে নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাঁদেরকেও সনদ দেওয়ার নির্দেশ দেন। এরপর একই বছরের ১৪ ডিসেম্বর এক রায় দেন। রায়ে সনদধারীদেরকেও নিয়োগের সুপারিশ করতে বলেন। তাদের নিয়োগ না দিয়ে নতুন বিজ্ঞপ্তি না দিতে নির্দেশ দেন। এরপরই আগের রিট আবেদনকারীরা আদালত অবমাননার মামলা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৫ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে