আজকের পত্রিকা ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, সম্প্রতি চারজন উপদেষ্টাকে নিয়ে জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে। এই কমিটিতে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যে নির্বাচন সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার। এই সরকার তিন মেয়াদে থাকায় আমরা এ দুরবস্থায় পড়েছি। ওই সময়ের ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না।’
সিনিয়র সচিব আরও বলেন, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়েছে। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্বের জন্য ২১ কর্মকর্তা ছাড়াও জুলাই-আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকেও আজ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সে হিসেবে আজ জনপ্রশাসনের মোট ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে ৪৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন সচিব বলেন, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে গোয়েন্দা সংস্থাকে তালিকা দেওয়া হয়েছে। ওখান থেকে প্রতিবেদন পাওয়ার পর যাদের চাকরির বয়স ২৫ বছরের কম হবে তাদের ওএসডি, যাদের ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
তিনি বলেন, ‘জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয় নিজস্ব দায়িত্বে কাজ করছে।’
নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের কর্মকর্তাদের কী বার্তা দিতে যাচ্ছেন— এমন প্রশ্নে জবাবে সচিব বলেন, সামনে নির্বাচন। ডিসিরা তিনদিনের সম্মেলনে অংশ নিয়ে গেলেন। ডিসিদের বলা হয়েছে, তারা রিটার্নিং অফিসার হবেন, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে। যারা করবেন না, তারা ফলাফল পেয়ে যাবেন।
বর্তমানে অতিরিক্ত সচিব, সচিবদের কারও কারও বিরুদ্ধেও ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধেও কোনো সিদ্ধান্ত আসছে কীনা— এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে অতিরঞ্জন কাজ করেছেন, তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। তাদেরও চাকরিবিধি অনুযায়ী সাজা পাবেন।’
অবসরে যাওয়ার পরও যাদের নামে কোটি কোটি টাকার (দুর্নীতির) অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দুদকে মামলা দেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব। তিনি বলেন, ‘অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত, অবসরে যাওয়ার পরও ফলোআপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, সম্প্রতি চারজন উপদেষ্টাকে নিয়ে জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে। এই কমিটিতে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যে নির্বাচন সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার। এই সরকার তিন মেয়াদে থাকায় আমরা এ দুরবস্থায় পড়েছি। ওই সময়ের ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না।’
সিনিয়র সচিব আরও বলেন, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়েছে। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্বের জন্য ২১ কর্মকর্তা ছাড়াও জুলাই-আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকেও আজ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সে হিসেবে আজ জনপ্রশাসনের মোট ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে ৪৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন সচিব বলেন, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে গোয়েন্দা সংস্থাকে তালিকা দেওয়া হয়েছে। ওখান থেকে প্রতিবেদন পাওয়ার পর যাদের চাকরির বয়স ২৫ বছরের কম হবে তাদের ওএসডি, যাদের ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
তিনি বলেন, ‘জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয় নিজস্ব দায়িত্বে কাজ করছে।’
নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের কর্মকর্তাদের কী বার্তা দিতে যাচ্ছেন— এমন প্রশ্নে জবাবে সচিব বলেন, সামনে নির্বাচন। ডিসিরা তিনদিনের সম্মেলনে অংশ নিয়ে গেলেন। ডিসিদের বলা হয়েছে, তারা রিটার্নিং অফিসার হবেন, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সাহসের সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে। যারা করবেন না, তারা ফলাফল পেয়ে যাবেন।
বর্তমানে অতিরিক্ত সচিব, সচিবদের কারও কারও বিরুদ্ধেও ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধেও কোনো সিদ্ধান্ত আসছে কীনা— এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে অতিরঞ্জন কাজ করেছেন, তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। তাদেরও চাকরিবিধি অনুযায়ী সাজা পাবেন।’
অবসরে যাওয়ার পরও যাদের নামে কোটি কোটি টাকার (দুর্নীতির) অভিযোগ রয়েছে তাদের বিষয়ে দুদকে মামলা দেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব। তিনি বলেন, ‘অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত, অবসরে যাওয়ার পরও ফলোআপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেওয়া হবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৭ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে