
বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিতে আবারও সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। পাশাপাশি তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণত কোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় না।
সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দলের নেতা-কর্মী ও সমালোচকদের ওপর যেভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে উঠেছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশে একটি পক্ষপাতদুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে?
জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বলা ভালো, আমাদের এ ধরনের উদ্যোগ নেওয়ার...জাতিসংঘ সাধারণত নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। আমরা এমনটা করি না.... করলেও খুব কম ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অনুমতি সাপেক্ষে আমরা এমনটা করে থাকি।’
স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘আমরা আবারও বলছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংগঠনের প্রতিবেদন দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সব পক্ষকে এমন একটি পরিস্থিতি তৈরির আহ্বান জানাই, যেখানে জনগণ অবাধে তাদের ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে কোনো ধরনের ভীতি ও হয়রানি ছাড়াই।’
এর আগেও গত ২০ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব, তা করতে সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।’

বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিতে আবারও সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। পাশাপাশি তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণত কোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় না।
সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দলের নেতা-কর্মী ও সমালোচকদের ওপর যেভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে উঠেছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশে একটি পক্ষপাতদুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে?
জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বলা ভালো, আমাদের এ ধরনের উদ্যোগ নেওয়ার...জাতিসংঘ সাধারণত নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। আমরা এমনটা করি না.... করলেও খুব কম ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অনুমতি সাপেক্ষে আমরা এমনটা করে থাকি।’
স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘আমরা আবারও বলছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংগঠনের প্রতিবেদন দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সব পক্ষকে এমন একটি পরিস্থিতি তৈরির আহ্বান জানাই, যেখানে জনগণ অবাধে তাদের ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে কোনো ধরনের ভীতি ও হয়রানি ছাড়াই।’
এর আগেও গত ২০ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব, তা করতে সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৩ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৩ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৫ ঘণ্টা আগে