নিজস্ব প্রতিবেদক ঢাকা

পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার আইন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনসার ব্যাটালিয়ন বিলে এই বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘তদন্তের (ক্ষমতা দেওয়ার) কথা বলা হয়েছে, যেগুলো পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য (আপত্তি), সেই বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।’
প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে, কোনো অপরাধ যদি আনসার বাহিনীর সামনে ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক করে পুলিশে সোপর্দ করতে পারবে। এমন বিষয় তুললে মন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি, কিছু কিছু জায়গায়, যেখানে প্রশ্ন ছিল, সেটা যখন স্থায়ী কমিটিতে (সংসদীয় স্থায়ী কমিটি) যাবে, সেগুলো স্পষ্ট করা হবে।’
উল্লেখ্য, আইনে আনসার বাহিনীকে অপরাধী গ্রেপ্তার, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এর পরিবর্তে আনসার ব্যাটালিয়নের সামনে অপরাধের ক্ষেত্রে ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা’ নেওয়ার বিধান যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী সপ্তাহে এই বিল সংসদে উত্থাপিত হওয়ার কথা রয়েছে।

পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার আইন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনসার ব্যাটালিয়ন বিলে এই বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘তদন্তের (ক্ষমতা দেওয়ার) কথা বলা হয়েছে, যেগুলো পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য (আপত্তি), সেই বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।’
প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে, কোনো অপরাধ যদি আনসার বাহিনীর সামনে ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক করে পুলিশে সোপর্দ করতে পারবে। এমন বিষয় তুললে মন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি, কিছু কিছু জায়গায়, যেখানে প্রশ্ন ছিল, সেটা যখন স্থায়ী কমিটিতে (সংসদীয় স্থায়ী কমিটি) যাবে, সেগুলো স্পষ্ট করা হবে।’
উল্লেখ্য, আইনে আনসার বাহিনীকে অপরাধী গ্রেপ্তার, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এর পরিবর্তে আনসার ব্যাটালিয়নের সামনে অপরাধের ক্ষেত্রে ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা’ নেওয়ার বিধান যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী সপ্তাহে এই বিল সংসদে উত্থাপিত হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৬ ঘণ্টা আগে