কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পর্তুগালকে ঢাকায় আবাসিক দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বিতীয় সমুদ্র বিষয়ক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ১ জুলাই লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এ কে আবদুল মোমেন বলেন, গত ১০ বছর ধরে পর্তুগালে আবাসিক দূতাবাস রয়েছে বাংলাদেশের। এ ছাড়া স্থায়ী মিশনের জন্য জায়গাও কেনা হয়েছে। ফলে বাংলাদেশেও পর্তুগালের একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় আনতে পর্তুগাল সরকারের কাছে আহ্বান জানান তিনি।
যদি তা সম্ভব নাও হয়, তবে ভিসা আবেদন কেন্দ্র এবং পর্যায়ক্রমে কনস্যুলার সেবা নিশ্চিত করা যায় এমন ব্যবস্থা করার জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকার সব সহযোগিতা করবে বলেও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন তিনি।
এ সেবাগুলো পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশি অধিবাসীদের পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং মানুষে মানুষে যোগাযোগে সহযোগিতা বাড়ানোর জন্য বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। জোয়াও গোমেস ক্রাভিনহো আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পর্তুগালকে ঢাকায় আবাসিক দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বিতীয় সমুদ্র বিষয়ক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ১ জুলাই লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এ কে আবদুল মোমেন বলেন, গত ১০ বছর ধরে পর্তুগালে আবাসিক দূতাবাস রয়েছে বাংলাদেশের। এ ছাড়া স্থায়ী মিশনের জন্য জায়গাও কেনা হয়েছে। ফলে বাংলাদেশেও পর্তুগালের একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় আনতে পর্তুগাল সরকারের কাছে আহ্বান জানান তিনি।
যদি তা সম্ভব নাও হয়, তবে ভিসা আবেদন কেন্দ্র এবং পর্যায়ক্রমে কনস্যুলার সেবা নিশ্চিত করা যায় এমন ব্যবস্থা করার জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকার সব সহযোগিতা করবে বলেও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন তিনি।
এ সেবাগুলো পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশি অধিবাসীদের পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং মানুষে মানুষে যোগাযোগে সহযোগিতা বাড়ানোর জন্য বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। জোয়াও গোমেস ক্রাভিনহো আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
১০ ঘণ্টা আগে