
গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় দেশে কোভিড টিকা এসেছে ৪৫ লাখ ডোজ। এর মধ্যে উপহারস্বরূপ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ। বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের মডার্না টিকার সাড়ে ১২ লাখ ডোজ নিয়ে প্রথম চালান আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর কিছু সময় পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে আসে।
শনিবার (৩ জুলাই) পৌনে ৬টার দিকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি ১০ লাখ টিকার দ্বিতীয় চালানটি দেশে আসে।
পরে শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বছরই দেশে আসছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ কোটি ডোজ টিকা। টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ। তিনি বলেন, টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা ১০ কোটি ডোজ টিকা পাব।

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় দেশে কোভিড টিকা এসেছে ৪৫ লাখ ডোজ। এর মধ্যে উপহারস্বরূপ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা এসেছে ২৫ লাখ ডোজ। বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যুক্তরাষ্ট্রের মডার্না টিকার সাড়ে ১২ লাখ ডোজ নিয়ে প্রথম চালান আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ থেকে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর কিছু সময় পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারের কেনা চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ টিকার প্রথম চালানটি দেশে আসে।
শনিবার (৩ জুলাই) পৌনে ৬টার দিকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের মধ্যে বাকি ১০ লাখ টিকার দ্বিতীয় চালানটি দেশে আসে।
পরে শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বছরই দেশে আসছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০ কোটি ডোজ টিকা। টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ। তিনি বলেন, টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা ১০ কোটি ডোজ টিকা পাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
২ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে