নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।

ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'
সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।
এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
৬ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে