Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৭: ২১
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মির্জা রকিবুল হাসান নামের এক চাকরিপ্রত্যাশীর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিজ্ঞপ্তি সংশোধন করে প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অর্থসচিব, জনপ্রশাসনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সহকারী পরিচালক (সাধারণ) পদে ২২৫টি পদে নিয়োগের জন্য গত ১০ মে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দেয়, যাতে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়। কিন্তু বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করেনি। এতে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। 

পরে চাকরিপ্রত্যাশী মির্জা রকিবুল হাসান গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশেদুল হক। তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হলে আরও অন্তত ২৫ থেকে ৩০ হাজার চাকরিপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যাঁদের বয়স বর্তমানে ৩০ পার হয়ে গেছে। আপাতত হাইকোর্ট নিয়োগ পরীক্ষা স্থগিত করে এ বিষয়ে রুল জারি করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত