নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বীপের মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প জীবিকা নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ অতিদ্রুত সরকারের কাছে পেশ করবে। কমিটিতে কৃষি, মৎস্য, ট্যুরিজম বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সভায় বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মাছ ধরায় সহযোগিতা, পরিবেশবান্ধব জাল ও আধুনিক ডিভাইস সরবরাহ করার কথা বলা হয়। এ ছাড়া শুঁটকির বাজারজাতকরণে ব্র্যান্ডিং করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিউইড, মাশরুম, বিভিন্ন ধরনের সবজি চাষ, পোলট্রি ও গবাদিপশু পালন এবং কনটেন্ট ক্রিয়েশন, ব্লগিং, ফটোগ্রাফি প্রশিক্ষণের মতো আধুনিক পেশার প্রশিক্ষণের কথাও আলোচনা করা হয়। নারীদের জন্য সেলাই, নকশিকাঁথা তৈরি, স্মারক সামগ্রী তৈরি এবং নারকেলের ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা এবং অন্যদের জন্য বৃক্ষরোপণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রেস্টুরেন্টে কাজের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথাও বলা হয়েছে। স্থানীয় যুবকদের পরিবেশ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ট্যুর গাইড হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। জমির ধরন অনুযায়ী সবজি উৎপাদনেও উৎসাহ দেওয়া হবে। সেন্ট মার্টিনের শুঁটকির উৎপাদন বাড়াতে উৎসাহ প্রদান এবং বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হবে। এসব উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

দ্বীপের মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প জীবিকা নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ অতিদ্রুত সরকারের কাছে পেশ করবে। কমিটিতে কৃষি, মৎস্য, ট্যুরিজম বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সভায় বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মাছ ধরায় সহযোগিতা, পরিবেশবান্ধব জাল ও আধুনিক ডিভাইস সরবরাহ করার কথা বলা হয়। এ ছাড়া শুঁটকির বাজারজাতকরণে ব্র্যান্ডিং করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিউইড, মাশরুম, বিভিন্ন ধরনের সবজি চাষ, পোলট্রি ও গবাদিপশু পালন এবং কনটেন্ট ক্রিয়েশন, ব্লগিং, ফটোগ্রাফি প্রশিক্ষণের মতো আধুনিক পেশার প্রশিক্ষণের কথাও আলোচনা করা হয়। নারীদের জন্য সেলাই, নকশিকাঁথা তৈরি, স্মারক সামগ্রী তৈরি এবং নারকেলের ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা এবং অন্যদের জন্য বৃক্ষরোপণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রেস্টুরেন্টে কাজের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথাও বলা হয়েছে। স্থানীয় যুবকদের পরিবেশ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ট্যুর গাইড হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। জমির ধরন অনুযায়ী সবজি উৎপাদনেও উৎসাহ দেওয়া হবে। সেন্ট মার্টিনের শুঁটকির উৎপাদন বাড়াতে উৎসাহ প্রদান এবং বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হবে। এসব উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে