নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখবে সরকার। ক্লিনফিড প্রচার না করে কেব্ল অপারেটররা বিদেশি চ্যানেল বন্ধ রাখায় লাইসেন্সের শর্ত ভাঙছে। কেবল অপারেটররা চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, `আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্যও বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। দেশের আইন মেনে এখানে যেকোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। সব দেশে আইন মেনে চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা আইন বাস্তবায়নের কথা দুই বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছি। বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। গত মাসের শুরুতেই তাদের সঙ্গে দ্বিতীয়বারের মত বসে সিদ্ধান্ত হয় ১ অক্টোবর থেকে আইন কার্যকর করব। তাই ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।'
হাছান মাহমুদ বলেন, কিছু অপারেটর ক্লিনফিড না পেয়ে প্রচারণা বন্ধ রেখেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিবিসি, সিএনএন, আলজাজিরা, ফ্রান্স টিভি, রাশান টিভিসহ ১৭টি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিডে আসে। কিন্তু সেগুলোও কেব্ল অপারেটররা চালাচ্ছে না। এটি কেব্ল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ।
তথ্যমন্ত্রী বলেন, ৪ অক্টোবরের পর কেব্ল অপারেটরদের আন্দোলনের হুমকির কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইনবিরোধী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তবে তারা যদি আলোচনা করতে চায়, আলোচনা হতেই পারে।
বিদেশি চ্যানেল বন্ধ থাকায় কেব্ল অপারেটররা আর্থিকভাবে ক্ষতিতে পড়ার যে দাবি করেছে, সেটি জনগণকে ধোঁকা দেওয়ার মতো বক্তব্য বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা কি চ্যানেলগুলো দেখা না যাওয়ার পর চার্জ কমিয়ে দিয়েছে? এক টাকাও তো কমেনি। বিদেশি চ্যানেল দেখানোর জন্য এজেন্টদের যে ফি দিত, সেটা এখন দিতে হবে না, টাকা সাশ্রয় হবে।’
উল্লেখ্য, ক্লিনফিড, অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া দেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার নিশ্চিত করতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সরকার। এরপর কেব্ল অপারেটররা অর্ধশতাধিক বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে। এই অভিযান চলতে থাকলে ৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেব্ল অপারেটররা।

দেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখবে সরকার। ক্লিনফিড প্রচার না করে কেব্ল অপারেটররা বিদেশি চ্যানেল বন্ধ রাখায় লাইসেন্সের শর্ত ভাঙছে। কেবল অপারেটররা চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, `আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্যও বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। দেশের আইন মেনে এখানে যেকোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। সব দেশে আইন মেনে চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা আইন বাস্তবায়নের কথা দুই বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছি। বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। গত মাসের শুরুতেই তাদের সঙ্গে দ্বিতীয়বারের মত বসে সিদ্ধান্ত হয় ১ অক্টোবর থেকে আইন কার্যকর করব। তাই ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।'
হাছান মাহমুদ বলেন, কিছু অপারেটর ক্লিনফিড না পেয়ে প্রচারণা বন্ধ রেখেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিবিসি, সিএনএন, আলজাজিরা, ফ্রান্স টিভি, রাশান টিভিসহ ১৭টি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিডে আসে। কিন্তু সেগুলোও কেব্ল অপারেটররা চালাচ্ছে না। এটি কেব্ল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ।
তথ্যমন্ত্রী বলেন, ৪ অক্টোবরের পর কেব্ল অপারেটরদের আন্দোলনের হুমকির কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইনবিরোধী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তবে তারা যদি আলোচনা করতে চায়, আলোচনা হতেই পারে।
বিদেশি চ্যানেল বন্ধ থাকায় কেব্ল অপারেটররা আর্থিকভাবে ক্ষতিতে পড়ার যে দাবি করেছে, সেটি জনগণকে ধোঁকা দেওয়ার মতো বক্তব্য বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা কি চ্যানেলগুলো দেখা না যাওয়ার পর চার্জ কমিয়ে দিয়েছে? এক টাকাও তো কমেনি। বিদেশি চ্যানেল দেখানোর জন্য এজেন্টদের যে ফি দিত, সেটা এখন দিতে হবে না, টাকা সাশ্রয় হবে।’
উল্লেখ্য, ক্লিনফিড, অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া দেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার নিশ্চিত করতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সরকার। এরপর কেব্ল অপারেটররা অর্ধশতাধিক বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে। এই অভিযান চলতে থাকলে ৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেব্ল অপারেটররা।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৯ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১০ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগে