নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দুটি দলকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ইসি। এতে কারও কোনো আপত্তি না থাকলে নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আর বিএসপি নাম নিয়ে ইসিতে আপত্তি জানিয়েছে নিবন্ধন দৌড় থেকে বাদ পড়া বাংলাদেশ শ্রমজীবী পার্টি (বিএসপি)। এ ছাড়া আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে আবেদন করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ইসিতে দেওয়া বাংলাদেশ শ্রমজীবী পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আব্দুল কাদের জিলানী চিঠিতে জানান, ‘২০১৭ সালের ৬ জুলাই প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলের সংক্ষিপ্ত নাম বিএসপি। ১৬ জুলাই মিডিয়ার মাধ্যমে জানতে পারি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে। দুই দলের সংক্ষিপ্ত নাম একই হওয়ায় একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক রূপ ধারণ করেছে। বিএসপির নাম আমাদের দলে অগ্রাধিকার, কারণ সাত বছর যাবৎ আমরাই এই বিএসপি নামটি সুপরিচিতি করেছি। বাংলাদেশ শ্রমজীবী বিএসপি নামটি আমাদেরকেই দেওয়া হোক।’
এদিকে নিবন্ধন-সংক্রান্ত বিষয়ে পুনঃতদন্ত ও পুনর্বিবেচনা করতে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। আজ বুধবার ইসিতে দলের সভাপতি সুশান্ত চন্দ্র বর্মণ (শান্ত) স্বাক্ষরিত একটি চিঠি এমন দাবি করে দলটি।
সিইসির কাছে দেওয়া আরেকটি চিঠিতে দলটি জানায়, ‘১৬ জুলাই নিবন্ধন না পাওয়া ১০ দলের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। যা মিডিয়ার মাধ্যমে আমাদের চোখে পড়ে। আমাদের অনুমতি ছাড়াই ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।’
এদিকে ইসির নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ জমা দেবেন দলটির চেয়ারম্যানের ভাই সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারী। বৃহস্পতিবার বেলা ১১টায় ইসিতে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় তুলে ধরবেন তিনি। এই বিষয়ে জানতে সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারির প্রতিনিধি সৈয়দ শাহাদাত হোসেন সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘একটু ধৈর্য ধরুন। কালকে তিনি নিজেই নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের কাছে সবকিছু পরিষ্কার করে বলবেন।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দুটি দলকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ইসি। এতে কারও কোনো আপত্তি না থাকলে নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আর বিএসপি নাম নিয়ে ইসিতে আপত্তি জানিয়েছে নিবন্ধন দৌড় থেকে বাদ পড়া বাংলাদেশ শ্রমজীবী পার্টি (বিএসপি)। এ ছাড়া আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে আবেদন করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ইসিতে দেওয়া বাংলাদেশ শ্রমজীবী পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আব্দুল কাদের জিলানী চিঠিতে জানান, ‘২০১৭ সালের ৬ জুলাই প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলের সংক্ষিপ্ত নাম বিএসপি। ১৬ জুলাই মিডিয়ার মাধ্যমে জানতে পারি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে। দুই দলের সংক্ষিপ্ত নাম একই হওয়ায় একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক রূপ ধারণ করেছে। বিএসপির নাম আমাদের দলে অগ্রাধিকার, কারণ সাত বছর যাবৎ আমরাই এই বিএসপি নামটি সুপরিচিতি করেছি। বাংলাদেশ শ্রমজীবী বিএসপি নামটি আমাদেরকেই দেওয়া হোক।’
এদিকে নিবন্ধন-সংক্রান্ত বিষয়ে পুনঃতদন্ত ও পুনর্বিবেচনা করতে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। আজ বুধবার ইসিতে দলের সভাপতি সুশান্ত চন্দ্র বর্মণ (শান্ত) স্বাক্ষরিত একটি চিঠি এমন দাবি করে দলটি।
সিইসির কাছে দেওয়া আরেকটি চিঠিতে দলটি জানায়, ‘১৬ জুলাই নিবন্ধন না পাওয়া ১০ দলের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। যা মিডিয়ার মাধ্যমে আমাদের চোখে পড়ে। আমাদের অনুমতি ছাড়াই ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।’
এদিকে ইসির নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ জমা দেবেন দলটির চেয়ারম্যানের ভাই সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারী। বৃহস্পতিবার বেলা ১১টায় ইসিতে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় তুলে ধরবেন তিনি। এই বিষয়ে জানতে সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারির প্রতিনিধি সৈয়দ শাহাদাত হোসেন সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘একটু ধৈর্য ধরুন। কালকে তিনি নিজেই নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের কাছে সবকিছু পরিষ্কার করে বলবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১২ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে