নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। ভাড়া বৃদ্ধি করা নিয়ে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা হলে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে, আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় ট্যাংকলরীতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এ বিষয়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, তেলের দাম বেড়েছে, ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। ট্যাংকলরি ভাড়া নির্ধারণ করেন পেট্রোলিয়াম করপোরেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেক মিটিং হয়েছে কিন্তু এখনো আশার মুখ দেখিনি। তাই আগামী তিন তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার ডাক দিয়েছি।
সাজ্জাদুল আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকে ট্যাংকলরির চেসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ ও ড্রাইভারের বেতন বৃদ্ধিতে ট্যাংকলরি বিনিয়োগ দ্বিগুণ হয়েছিল। দীর্ঘদিন ধরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছিল। তেলের মূল্য বৃদ্ধির পর লোকসানের মাত্রা কয়েক গুন বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরি প্রতি অবহেলার ফলে ট্যাংকলরি মালিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। সেই চিঠিতে বলা হয়েছে, ট্যাংকলরির ভাড়া ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে লিটার প্রতি বর্তমানে ৫০ পয়সা ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়িয়ে ৭০ পয়সা করার দাবি জানানো হয়। আর এর বেশি দূরত্বের জন্য বর্তমান ভাড়া তিন টাকা ২৫ পয়সা। এই ভাড়া বাড়িয়ে সাড়ে চার টাকা করতে বলা হয়েছে।

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। ভাড়া বৃদ্ধি করা নিয়ে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা হলে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে, আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় ট্যাংকলরীতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এ বিষয়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, তেলের দাম বেড়েছে, ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। ট্যাংকলরি ভাড়া নির্ধারণ করেন পেট্রোলিয়াম করপোরেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনেক মিটিং হয়েছে কিন্তু এখনো আশার মুখ দেখিনি। তাই আগামী তিন তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার ডাক দিয়েছি।
সাজ্জাদুল আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকে ট্যাংকলরির চেসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ ও ড্রাইভারের বেতন বৃদ্ধিতে ট্যাংকলরি বিনিয়োগ দ্বিগুণ হয়েছিল। দীর্ঘদিন ধরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছিল। তেলের মূল্য বৃদ্ধির পর লোকসানের মাত্রা কয়েক গুন বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরি প্রতি অবহেলার ফলে ট্যাংকলরি মালিকেরা বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। সেই চিঠিতে বলা হয়েছে, ট্যাংকলরির ভাড়া ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে লিটার প্রতি বর্তমানে ৫০ পয়সা ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়িয়ে ৭০ পয়সা করার দাবি জানানো হয়। আর এর বেশি দূরত্বের জন্য বর্তমান ভাড়া তিন টাকা ২৫ পয়সা। এই ভাড়া বাড়িয়ে সাড়ে চার টাকা করতে বলা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে। তবে ওই অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতে মোবাইল সিমের সংখ্যা কমানোর বিষয়ে বিটিআরসিকে তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
১ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্কের শীতলতার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর...
১ ঘণ্টা আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটা অবিলম্বে কার্যকর হবে।
৩ ঘণ্টা আগে
দুদকের সহকারী পরিচালক রাসেল রনির করা আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং অর্থ পাচার করেছেন বলে অভিযোগ আছে, যা অনুসন্ধান করছে দুদক।
৩ ঘণ্টা আগে