নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের (বিডব্লিউএ) মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
গত সোমবার বার্লিনে বিডব্লিউএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বিডব্লিউএ বোর্ডের চেয়ারম্যান মাইকেল চুমানের উপস্থিতিতে জার্মানিতে বিডব্লিউএ-এর ফেডারেল ব্যবস্থাপনা পরিচালক আরর্স আনকাফ এবং বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
তপন কান্তি ঘোষ জার্মানিতে সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বিকেএমইএর পক্ষ থেকে প্রতিনিধিদলে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ চার সহসভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, মোহাম্মদ রাশেদ এবং মো. সামসুজ্জামান উপস্থিত আছেন। প্রতিনিধিদলটি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন ফেডারেল মিনিস্ট্রির সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিনিয়র সচিব বৈঠকগুলোর ফলাফল সম্পর্কে তাঁর আশাবাদ ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য নতুন দ্বার উন্মোচনের ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য নীতি, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বিনিময়সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বাণিজ্যসচিব বলেন, এই সফর এবং পরবর্তী চুক্তিগুলো বাংলাদেশ ও জার্মানির স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে যা উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
তপন কান্তি ঘোষ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনসহ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বিদ্যমান ইইউ রেগুলেশনে বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন হওয়ার পর তিন বছরের জিএসপি উপভোগ করবে। তিনি বিদ্যমান জিএসপির মেয়াদ অন্তত ছয় বছরের জন্য বাড়ানোর অনুরোধ করেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম বৈঠক ও চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিকতার সমন্বয় করেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের (বিডব্লিউএ) মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
গত সোমবার বার্লিনে বিডব্লিউএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বিডব্লিউএ বোর্ডের চেয়ারম্যান মাইকেল চুমানের উপস্থিতিতে জার্মানিতে বিডব্লিউএ-এর ফেডারেল ব্যবস্থাপনা পরিচালক আরর্স আনকাফ এবং বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
তপন কান্তি ঘোষ জার্মানিতে সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বিকেএমইএর পক্ষ থেকে প্রতিনিধিদলে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ চার সহসভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, মোহাম্মদ রাশেদ এবং মো. সামসুজ্জামান উপস্থিত আছেন। প্রতিনিধিদলটি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন ফেডারেল মিনিস্ট্রির সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিনিয়র সচিব বৈঠকগুলোর ফলাফল সম্পর্কে তাঁর আশাবাদ ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য নতুন দ্বার উন্মোচনের ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য নীতি, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বিনিময়সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বাণিজ্যসচিব বলেন, এই সফর এবং পরবর্তী চুক্তিগুলো বাংলাদেশ ও জার্মানির স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত করে যা উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
তপন কান্তি ঘোষ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনসহ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বিদ্যমান ইইউ রেগুলেশনে বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন হওয়ার পর তিন বছরের জিএসপি উপভোগ করবে। তিনি বিদ্যমান জিএসপির মেয়াদ অন্তত ছয় বছরের জন্য বাড়ানোর অনুরোধ করেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম বৈঠক ও চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিকতার সমন্বয় করেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৬ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৮ ঘণ্টা আগে