নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবিতে প্রতিবাদ হিসেবে দুই ঘণ্টা সেবাদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনআইডির সকল কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করবেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘ভোটার তালিকা ও এনআইডি একই প্রতিষ্ঠানে থাকবে। বিগত তিনটি নির্বাচন কমিশন চাচ্ছে ভোটার তালিকা নির্বাচন কমিশনে থাকুক। কিন্তু মাঝপথে দেখলাম এনআইডি নিয়ে আলাদা একটা কমিশন করার জন্য। এর প্রতিবাদে আমরা সিইসিকে একটা স্মারকলিপি দিয়েছি। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও সরকারকে অবগত করেছে। কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার সকল নির্বাচন অফিসের সামনে “স্ট্যান্ড ফর এনআইডি” কর্মসূচি পালন করব সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত।’
এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ‘আমরা সবাই অফিস কক্ষ ছেড়ে অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। তাহলে এনআইডি সেবা দেবে কে? সুতরাং এই সময় সকল কাজ বন্ধ থাকবে এটাই স্বাভাবিক।’
এ সময় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘এনআইডি কার্যক্রম যাতে ইসি থেকে না যায়, সে বিষয়ে কমিশন সব উদ্যোগ নেবে। এনআইডি যদি ইসি থেকে অন্যত্র চলে যায়, তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এনআইডি ও ভোটার তালিকা জমজ সন্তান, এনআইডি নির্বাচন কমিশনে থাকা উচিত। স্বৈরাচার সরকার এনআইডি নির্বাচন কমিশন থেকে সরানোর চক্রান্ত করেছিল। এনআইডির মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে আমরা তথ্য দিচ্ছি। তিল তিল করে গড়ে ওঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশনে চার থেকে ৫ হাজার জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য।’
এনআইডির সিস্টেম ম্যানেজার (কারিগরি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এনআইডি এমনভাবে জন্ম হয়েছে- এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়। ডেটাবেইস একটা। কোনো প্রতিষ্ঠান এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। এনআইডি নিলে ভোটার তালিকা ব্যাহত হবে। এনআইডি চলে গেলে ভোটার তালিকায় ভাটা পড়বে। এনআইডি জন্ম হয়েছে নির্বাচন কমিশনে সুতরাং এখানে থাকা দরকার।’
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, উপসচিব (সাধারণ সেবা) মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার এনআইডি ইসির অধীনে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুক প্রোফাইলে ছবি পরিবর্তন করেন। তাতে লেখা রয়েছে- স্ট্যান্ড ফর এনআইডি, সেভ এনআইডি, প্রটেস্ট ভোটার লিস্ট, এনশিওর ডেমোক্রেসি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবিতে প্রতিবাদ হিসেবে দুই ঘণ্টা সেবাদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনআইডির সকল কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করবেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘ভোটার তালিকা ও এনআইডি একই প্রতিষ্ঠানে থাকবে। বিগত তিনটি নির্বাচন কমিশন চাচ্ছে ভোটার তালিকা নির্বাচন কমিশনে থাকুক। কিন্তু মাঝপথে দেখলাম এনআইডি নিয়ে আলাদা একটা কমিশন করার জন্য। এর প্রতিবাদে আমরা সিইসিকে একটা স্মারকলিপি দিয়েছি। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও সরকারকে অবগত করেছে। কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার সকল নির্বাচন অফিসের সামনে “স্ট্যান্ড ফর এনআইডি” কর্মসূচি পালন করব সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত।’
এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ‘আমরা সবাই অফিস কক্ষ ছেড়ে অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। তাহলে এনআইডি সেবা দেবে কে? সুতরাং এই সময় সকল কাজ বন্ধ থাকবে এটাই স্বাভাবিক।’
এ সময় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘এনআইডি কার্যক্রম যাতে ইসি থেকে না যায়, সে বিষয়ে কমিশন সব উদ্যোগ নেবে। এনআইডি যদি ইসি থেকে অন্যত্র চলে যায়, তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এনআইডি ও ভোটার তালিকা জমজ সন্তান, এনআইডি নির্বাচন কমিশনে থাকা উচিত। স্বৈরাচার সরকার এনআইডি নির্বাচন কমিশন থেকে সরানোর চক্রান্ত করেছিল। এনআইডির মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে আমরা তথ্য দিচ্ছি। তিল তিল করে গড়ে ওঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশনে চার থেকে ৫ হাজার জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য।’
এনআইডির সিস্টেম ম্যানেজার (কারিগরি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এনআইডি এমনভাবে জন্ম হয়েছে- এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়। ডেটাবেইস একটা। কোনো প্রতিষ্ঠান এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। এনআইডি নিলে ভোটার তালিকা ব্যাহত হবে। এনআইডি চলে গেলে ভোটার তালিকায় ভাটা পড়বে। এনআইডি জন্ম হয়েছে নির্বাচন কমিশনে সুতরাং এখানে থাকা দরকার।’
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, উপসচিব (সাধারণ সেবা) মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার এনআইডি ইসির অধীনে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুক প্রোফাইলে ছবি পরিবর্তন করেন। তাতে লেখা রয়েছে- স্ট্যান্ড ফর এনআইডি, সেভ এনআইডি, প্রটেস্ট ভোটার লিস্ট, এনশিওর ডেমোক্রেসি।
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৩ ঘণ্টা আগেধর্ষণের সংজ্ঞা সংশোধন করা হয়েছে। বলাৎকারকেও ধর্ষণের আওতায় আনা হয়েছে। তবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ককে ধর্ষণের আওতায় রাখা হয়নি। নারী ও শিশু নির্যাতনের অর্থদণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে।
৩ ঘণ্টা আগেমহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও গতকাল বুধবার ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল না। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপনে স্বস্তিতে ঢাকা থেকে বাড়ি যেতে পেরেছেন মানুষ।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহ করুক। দেশটির প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার জোয়েল বি ভাওয়েল ঢাকায় তাঁর দুদিনের সফরে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
৭ ঘণ্টা আগে