নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেদের অধিকার রক্ষার জন্য সংগঠনের নাম ঘোষণা করেছেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। প্ল্যাটফর্মের নাম হবে ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’। আজ রোববার সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে ১২১ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তবে কারা নেতৃত্বে থাকছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাইছেন না তাঁরা। কমিশনের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের অধিকার আদায়ের জন্যই এক ছাতার নিচে আসতে চাই সবাই।’
এদিকে রোববার সকালে সংগঠনের সদস্যরা দুদকের সচিব মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুদকের কর্মকর্তা-কর্মচারী আইন ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ৫৪ (২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে, সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
দুদক সচিব তাঁদের আবেদনের বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের পক্ষ থেকে সচিবকে উল্লিখিত আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান।
দুদকের আরেক কর্মকর্তা জানান, গঠিত হওয়া সংগঠনে ১২১ জনকে সদস্য করা হয়েছে। শরীফের চাকরি হারানোর ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।

নিজেদের অধিকার রক্ষার জন্য সংগঠনের নাম ঘোষণা করেছেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। প্ল্যাটফর্মের নাম হবে ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’। আজ রোববার সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে ১২১ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তবে কারা নেতৃত্বে থাকছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাইছেন না তাঁরা। কমিশনের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের অধিকার আদায়ের জন্যই এক ছাতার নিচে আসতে চাই সবাই।’
এদিকে রোববার সকালে সংগঠনের সদস্যরা দুদকের সচিব মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুদকের কর্মকর্তা-কর্মচারী আইন ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ৫৪ (২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে, সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
দুদক সচিব তাঁদের আবেদনের বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের পক্ষ থেকে সচিবকে উল্লিখিত আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান।
দুদকের আরেক কর্মকর্তা জানান, গঠিত হওয়া সংগঠনে ১২১ জনকে সদস্য করা হয়েছে। শরীফের চাকরি হারানোর ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৬ ঘণ্টা আগে