নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচনের আগে সংস্কার সম্পন্নের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ রিফাত রশিদকে এর সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান ইনাম।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে এম জে এইচ মঞ্জুকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. মাশরাফি সরকারকে জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক, মঈনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র হিসেবে সিনথিয়া জাহীন আয়েশাকে পদায়ন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপদ্ধতি, তিনটি বিশেষায়িত কমিটির দায়িত্ব‑কার্যক্রম এবং বাংলাদেশ ২.০‑কে ভিত্তি ধরে উপস্থাপন করা হয় খসড়া ইশতেহার, যার মূল প্রতিপাদ্যের মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষা, নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন আয়োজন, আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও কল্যাণকর নীতি প্রণয়ন ও বিশ্বব্যাপী ন্যায্য কূটনীতি প্রণয়ন।
একই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিঁয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা কমিটি, জুলাই শোক ও স্মৃতি উদ্যাপন কমিটি—এই তিন বিশেষায়িত কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, গণ-অভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি ও অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানকে নব্বইয়ের অপমৃত্যুর দিকে ঠেলে দিতে দেওয়া হবে না। গণ‑সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে এই কমিটি ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।’

জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচনের আগে সংস্কার সম্পন্নের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ রিফাত রশিদকে এর সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান ইনাম।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে এম জে এইচ মঞ্জুকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. মাশরাফি সরকারকে জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক, মঈনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র হিসেবে সিনথিয়া জাহীন আয়েশাকে পদায়ন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপদ্ধতি, তিনটি বিশেষায়িত কমিটির দায়িত্ব‑কার্যক্রম এবং বাংলাদেশ ২.০‑কে ভিত্তি ধরে উপস্থাপন করা হয় খসড়া ইশতেহার, যার মূল প্রতিপাদ্যের মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষা, নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন আয়োজন, আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও কল্যাণকর নীতি প্রণয়ন ও বিশ্বব্যাপী ন্যায্য কূটনীতি প্রণয়ন।
একই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিঁয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা কমিটি, জুলাই শোক ও স্মৃতি উদ্যাপন কমিটি—এই তিন বিশেষায়িত কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, গণ-অভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি ও অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানকে নব্বইয়ের অপমৃত্যুর দিকে ঠেলে দিতে দেওয়া হবে না। গণ‑সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে এই কমিটি ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।’

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৪ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বর্তমানে ওয়াশিংটন ডিসি সফরে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
৮ ঘণ্টা আগে