
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধের জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলে’র সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রোধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি।’ তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং সাইবার অপরাধ রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে।’ এ আইনের অপব্যবহার রোধে সরকারের গৃহীত কার্যক্রমসমূহ মন্ত্রী মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অবহিত করেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে। বাংলাদেশে গণমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সুশীল সমাজ ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রতিদিন বিভিন্ন টেলিভিশন টক শো-তে যোগ দিয়ে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করেন।’
এ ছাড়া মন্ত্রী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অবহিত করে মন্ত্রী বলেন, ‘সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের মতামতের ভিত্তিতে এবং সকলের সঙ্গে আলোচনা করে সরকার অতি অল্প সময়ে এ আইনটি প্রণয়ন করেছে। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক আনীত ২২টি সংশোধনীসহ সংসদ আইনটি পাস করা হয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিভিন্ন কার্যক্রমে সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে হাইকমিশনার মিশেল বাশেলে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র গভর্নিং বডির ৩৪৪-তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আইন মন্ত্রী বর্তমানে জেনেভা সফর করছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধের জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলে’র সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রোধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি।’ তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং সাইবার অপরাধ রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে।’ এ আইনের অপব্যবহার রোধে সরকারের গৃহীত কার্যক্রমসমূহ মন্ত্রী মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অবহিত করেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে। বাংলাদেশে গণমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সুশীল সমাজ ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রতিদিন বিভিন্ন টেলিভিশন টক শো-তে যোগ দিয়ে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করেন।’
এ ছাড়া মন্ত্রী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অবহিত করে মন্ত্রী বলেন, ‘সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনের মতামতের ভিত্তিতে এবং সকলের সঙ্গে আলোচনা করে সরকার অতি অল্প সময়ে এ আইনটি প্রণয়ন করেছে। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক আনীত ২২টি সংশোধনীসহ সংসদ আইনটি পাস করা হয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিভিন্ন কার্যক্রমে সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে হাইকমিশনার মিশেল বাশেলে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র গভর্নিং বডির ৩৪৪-তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আইন মন্ত্রী বর্তমানে জেনেভা সফর করছেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৫ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে