Ajker Patrika

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৫, ২২: ০৫
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হাতে আটক
সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহার। ছবি: সংগৃহীত

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে রাজধানীর বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির ডিবির একটি দল তাঁকে আটক করে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে রাজধানীর গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিবি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং অ্যান্ড আইএম) পদে পদায়ন করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল বাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমনমূলক অভিযান চালানো, বেআইনি গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ছিল। এসব কারণে আন্দোলন-পরবর্তী মামলাগুলোয় তাঁর নাম উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে পর এ পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত